দীর্ঘ ৩৪ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, আর প্রার্থীরাও ব্যস্ত নিজেদের প্রচারে।
মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মেহেদী হাসান মুন্না। প্রচারে ভিন্নতা আনতে তিনি প্রজাপতির আদলে অভিনব পোস্টার তৈরি করেছেন। এটি শিক্ষার্থীদের মাঝে কৌতূহল তৈরি করলেও একাংশ পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে বলে অভিযোগ তার।
মুন্না বলেন, প্রচারের মাঝেও আমি দুইটা টিউশনি করি। নির্বাচনি খরচের কোনো বড় উৎস নেই, ঘনিষ্ঠ বন্ধুরাই সাহায্য করছে। পোস্টারগুলো আমি টিউশনের টাকা দিয়ে করেছি। তাই অনুরোধ করছি পছন্দ না হলে ছিঁড়বেন না, বরং ফেরত দিন। আমি সেটি অন্য কাউকে দিতে পারব।
তিনি আরও বলেন, ডাকসু নির্বাচন কেবল প্রতিদ্বন্দ্বিতার বিষয় নয়, এটি আমাদের সবার উৎসব। শিক্ষার্থীরা যেন আনন্দ আর অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচনকে স্মরণীয় করে রাখতে পারে, সেই প্রত্যাশা করছি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন