রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ হলের ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলে কুরুচিপূর্ণ মন্তব্য করা ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঘটনার পর প্রথমে তার সাংগঠনিক পদ স্থগিত করে সত্যতা যাচাইয়ের জন্য শাখা ছাত্রদল দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির দায়িত্বে ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
তদন্ত কমিটির সদস্যরা মিলনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলে তিনি সন্তোষজনক কোনো জবাব দেননি, বরং ফোন বন্ধ করে দেন। এভাবে এড়ানোর কারণে প্রমাণিত হয় যে, কুরুচিপূর্ণ মন্তব্যটি ইচ্ছাকৃতভাবে করেছেন তিনি। এ কারণে তাকে সহসভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলের প্রভোস্ট কর্তৃক রাত ১১টার পর হলে ফেরা ৯১ জন ছাত্রীকে নোটিশ দিয়ে তলব করা হলে তা নিয়ে সমালোচনা শুরু হয়। ওই সময় ছাত্রদলের সহসভাপতি জান্নাতুল নাঈমা তুহিনার ব্যক্তিগত ফেসবুক পোস্টে মন্তব্য করেন শাহ মখ্দুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান মিলন। তার আইডি থেকে করা সেই মন্তব্যে ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলা হয়, যা নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
শাখা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত আনিসুর রহমান মিলনকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো। একইসঙ্গে সংগঠনের সব নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে, তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখতে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আমরা সবসময় নারীদের সম্মান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সংগঠনে নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের কোনো স্থান নেই। তদন্তে প্রমাণিত হয়েছে, মিলন ইচ্ছাকৃতভাবে এ কাজ করেছেন। তাই তাঁকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা চাই এই বহিষ্কারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের প্রতি বুলিং ও অপমানের ঘটনায় কঠোর বার্তা যাক। একইসঙ্গে প্রশাসনের কাছে দাবি করেছি, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন