রাজধানীর কুড়িলের বিশ্বরোড এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। গতকাল বুধবার দুপুর ১২টার পর ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের পাঁচ শতাধিক কর্মী সড়ক অবরোধ করেন। প্রায় ২ ঘণ্টার এ শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধে বিশ্বরোড এলাকার ওই সড়ক, বাড্ডা, রামপুরা, উত্তরাসহ আশপাশের সড়কগুলোয় যান চলাচল স্থবির হয়ে পড়ে। এতে বিপাকে পড়েন ওই সড়কে চলাচল করা সাধারণ মানুষ। সব গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করার পরে সড়ক থেকে আন্দোলনকারীরা উঠে যান।
এদিকে গুলশান ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসীকে বিষয়টি জানিয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেন। ট্রাফিক বিভাগ জানায়, শ্রমিকদের অবরোধের কারণে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলের দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। এরপর যানজট স্বাভাবিক হয়।
এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, বেলা ২টা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটে তীব্র যানজট তৈরি হয়। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পর পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন