ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীতে সেলাই মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে দর্জির মৃত্যু 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০১:৪৬ এএম
রাজধানী

রাজধানীর বংশালের নাজিরা বাজার নার্স কমপ্লেক্সে বৈদ্যুতিক সেলাই মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. নাঈম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে পেশায় একজন দর্জি ছিলেন। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নাজিরা বাজার নার্স কমপ্লেক্সের সাততলায় এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি ময়মনসিংহের বারাকান্দা উপজেলার সরিষাবাজার গ্রামের বাসিন্দা হেজমত আলীর ছেলে। বর্তমানে নাজিরা বাজার নার্স কমপ্লেক্সে থাকত।

গতকাল শুক্রবার নিহতের সহকর্মী রাকিব মিয়া জানান, রাতে বৈদ্যুতিক সেলাই মেশিন দিয়ে কাজ করার সময় অসাবধানতাবশত নাঈম বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।

গতকাল শুক্রবার ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানা পুলিশকে জানানো হয়েছে।