ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

পাওনা ৪০০ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে হত্যা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৩:৩৩ এএম
ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাত্র ৪০০ টাকার পাওনাকে কেন্দ্র করে গাজী মাহমুদ (১৮) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর মধ্যপাড়া গ্রামের চৌধুরী মিয়ার ছেলে গাজী মাহমুদ ও একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আলীম (১৯) বন্ধু ছিলেন। দুজনেই পেশাই গরুর রাখাল। কয়েক মাস আগে আলীম গাজী মাহমুদের কাছ থেকে ৪০০ টাকা ধার নেয়।

গত মঙ্গলবার স্থানীয় মফিজের দোকান সংলগ্ন স্থানে টাকা চাইতে গেলে তাদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। একপর্যায়ে আলীম লাঠি দিয়ে মাহমুদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। দুদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত আলীম পলাতক রয়েছে।

নিহতের বাবা চৌধুরী মিয়া বলেন, ‘মাত্র ৪০০ টাকার জন্য আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ফুলবাড়িয়া থানার ওসি মোহা. রকনুজ্জামান বলেন, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।