ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর মারা গেলেন স্ত্রীও

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৩:৫২ এএম
নোয়াখালী

নোয়াখালীর সেনবাগে একই দিনে স্বামী ছায়দুল হকের মৃত্যু দেখে মারা গেলেন স্ত্রী বিবি মরিয়ম। ঘটনাটি গত বৃহস্পতিবার সাড়ে ৫টার সময় উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামের ভুঁইয়া বাড়িতে ঘটে। এই ঘটনার পর সারা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তারা ৬ ছেলে, ৩ মেয়ে সন্তানের জনক-জননী।

নিহতের ছেলে মো. মিজানুর রহমান জানান, তার বাবা ছায়দুল হক (৬০) বিকেলে বাড়িতে অসুস্থ হলে তার মা বিবি মরিয়ম তার বাবাকে নিয়ে বাড়ি থেকে স্থানীয় কানকিরহাট বাজারে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যান। ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ছায়দুল হককে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলেন। তখন তার মা বিবি মরিয়ম তার বাবাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হন। পথে গাড়িতে তার বাবা মৃত্যুবরণ করেন। বাবার এই অবস্থা দেখে মা বিবি মরিয়মও সেই গাড়িতেই মৃত্যুবরণ করেন। গাড়ির ড্রাইভার তাদের দুজনকে বাড়িতে নিয়ে এলে শুরু হয় পরিবারের শোকের মাতম।