বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:৩৬ এএম

জানালেন অর্থ উপদেষ্টা

নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি  কেনা হচ্ছে না

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:৩৬ এএম

নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি  কেনা হচ্ছে না

নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য ৩০০টির মতো গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে আগামী মন্ত্রিসভার মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনা হচ্ছেÑ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এটা আপনারা কোথায় দেখেছেন জানি না। আমাকে কোট করেছে, আমি নাকি অ্যাপ্রুড করেছি। কোনো প্রশ্নই আসে না, কোনো (মন্ত্রী) গাড়ি কেনার জন্য আমরা এসব করিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তারা একটা প্রস্তাব (মন্ত্রীদের গাড়ি কেনা) দিয়েছিল। আমি তো বন্ধ করে দিয়েছি, কেনা হবে না।’

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা করেছিল অনেক গাড়ি নষ্ট-টষ্ট হয়েছে, সেটা যাতে নতুন করে কেনা হয়। সেটাকে আবার টুইস্ট করলেন আমার বন্ধু আসবে-টাসবে, তার জন্য আমি নাকি গাড়ি দিচ্ছি। আমার বন্ধু জানেনই তো কে? সেই বন্ধু একটু আহতও হয়েছে। কি তুমি নাকি আমার জন্য গাড়ি দিচ্ছ নাকি এখন? এটা ঠিক না।’

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, জনপ্রশাসন থেকে এসেছিল যে ফিল্ড লেভেলে নির্বাচনের জন্য বেশ কতগুলো গাড়ির দরকার। নির্বাচনের সময় ভাঙা গাড়ি নিয়ে দুই মাইল যাওয়ার পর গাড়ি নষ্ট হয়ে যাবে, সেটা তো আমরা অ্যালাউ করব না। সেই প্রস্তাব আমরা গ্রহণ করেছি।

উপদেষ্টা বলেন, ৩০০-এর কাছাকাছি গাড়ি কেনার বিষয়টি আমরা অ্যালাউ করেছি। (মন্ত্রীদের জন্য) ৬০টি গাড়ি না। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়, আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি বিলাসবহুল গাড়ি কেনার বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ির দাম ১ কোটি ৬৯ লাখ টাকা। এসব গাড়ি কিনতে ব্যয় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা।

ব্যাংক কিংবা নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান একীভূত হলেও গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবেন বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। আরও কোনো ব্যাংক একীভুত হচ্ছে কি নাÑ জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে আমি বলব না। বাংলাদেশ ব্যাংক একটা ওয়ার্ক প্ল্যান করেছে। আমি আসার পর যেদিন মিটিং করলাম, নীতিগতভাবে বলেছি আমরা এটা করব, কিন্তু আমি (ব্যাংকগুলোর) নাম বলব না।’

তিনি বলেন, ‘আমরা নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করব। ওটা আমাদের একটা ইস্যু। সেটা আমরা দ্রুত দেখি যতটুকু সময় আছে, আমরা শুরু করে দিয়ে যাব।’

বাংলাদেশ ব্যাংক ২২টির মতো চিহ্নিত করেছে যেগুলো ভালো চলছে না। যেগুলো লিজিং কোম্পানি।

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একীভূত হলে গ্রাহকদের ভোগান্তি হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, বলা হয়েছে গ্রাহকের টাকা যেভাবেই রাখুক, ডিপোজিট রাখুক বা এফডিআর করে রাখুক। এটা প্রতিশ্রুতিবদ্ধ সবাই টাকা পাবে। বেশি টাকা থাকলে পেতে হয়তো একটু সময় লাগবে।

উপদেষ্টার সাম্প্রতিক জাপান সফর নিয়ে বলেন, ‘জাপান আমাদের সবচেয়ে বড় ডোনার। তাদের সঙ্গে আমাদের কত জরুরি প্রকল্প আছে। যোগাযোগের বেশি। সেখানে এডিবি ও জাইকার সঙ্গে আমি কথা বলেছি। জাপানের অর্থমন্ত্রী এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা বলছি। সেখানে আমাদের একটি বড় টিম গেছে, ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বা ইপিএ করার জন্য। আমরা জাপানের সঙ্গে ইপিএ করতে যাচ্ছি। জাপান খুবই আগ্রহী।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমরা যাতে জাপানে লোক পাঠাই। তিনি এক লাখ লোকের কথা বলে এসেছেন। আমরা সেই এক লাখ লোক পাঠানোর চেষ্টা করছি।’

জাপানি ভাষা জানার একটা লেভেল আছে। এন-১ থেকে এন-৫ পর্যন্ত। মিনিমাম এন-৩ পর্যন্ত থাকলে সেখানে গেলেই চাকরি পাবে। প্রসেস একটু স্লো হয়ে গেছে।
অর্থ উপদেষ্টা বলেন, ‘এখানে কিন্তু দালালদের কোনো দৌরাত্ম্য নেই। আমরা কিছু স্কিল ডেভেলপমেন্ট করে সেখানে পাঠাব। সেখানে কৃষি প্রক্রিয়াকরণে লোক অনেক কম। জাপানে উচ্চশিক্ষার ভালো সুযোগ আছে সেখানেও আমি তাদের অনুরোধ করেছি।’

মূল্যস্ফীতি কমেছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, খাদ্যে (মূল্যস্ফীতি) একটু বেড়েছে, কিন্তু আপনি দেখবেন প্যাকেজটা। সব মিলিয়ে কমেছে। কোথায় ১৪ থেকে ৮ দশমিক ২৫-এ চলে এসেছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!