ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শেখ মুজিবুর রহমান হলে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ৮৪২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। হলটিতে ৬৮৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার পর এ ফলাফল ঘোষণা করা হয়।
এ ছাড়া ছাত্রদলের আবিদুল ইসলাম ২৩৮, উমামা ফাতেমা ৬৯, আবদুল কাদের ৬৭ ভোট পেয়েছেন।
জিএস পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদ ৬৮৩ ভোট পেয়েছেন। এছাড়া ছাত্রদলের তানভীর বারী হামীম ৩০৭ ও বাম দলের মেঘমল্লার বসু ১২৪ ভোট পেয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন