ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

অবৈধ সম্পদ ও প্লট জালিয়াতি

বিচারপতি মানিকের  বিরুদ্ধে দুই মামলা 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:৩১ পিএম

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন এবং জাল-জালিয়াতি করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। 
অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগে বলা হয়, বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালে শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদের মালিকানা অর্জন করেন। অবৈধ উপায়ে অর্জিত সম্পদ নিজ ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্লট জালিয়াতির মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যহারের মাধ্যমে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের রাজধানীর বাড্ডায় ১২২ শতাংশ জমির ওপর বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দাখিল করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১৮৮২০২ নং কোডের ১৬নং সেক্টরের ১১৬নং রাস্তার ৩৬নং প্লটটি তার নামে বরাদ্দ দেয়। পরবর্তীতে লিজ দলিলের ২২ ও ২৩নং শর্ত ভঙ্গ করে প্লট হস্তান্তরের অনুমতি প্রদানের মাধ্যমে প্লটটি আত্মসাতের সুযোগ দেওয়া হয়। সরকারি প্লট জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করার অপরাধে আসামিদের বিরুদ্ধে দ-বিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করা হয়। 

মামলায় বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ সাতজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, জিএম জয়নাল আবেদীন ভুইয়া, রাজউক কর্মকর্তা মো. আবু বক্কার সিকদার, এম মাহবুবুল আলম ও আব্দুল হাই। 

ক্ষমতার পট পরিবর্তনের পর গত বছরের ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। পরদিন সিলেটের বিচারিক হাকিম আলমগীর হোসেন বিচারপতি মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপরে  পাসপোর্ট আইনে ভারতে ‘অনুপ্রবেশের চেষ্টা’র অভিযোগে পুলিশ বাদী হয়ে মানিকের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করে।