সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘ গ্রিনিয়া এ্যাপ’ নামে একটি আধুনিক মোবাইল অ্যাপ চালু হতে যাচ্ছে, যা নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকালে পুলিশ কমিশনারের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি গণমাধ্যমকে জানান, আগামী ১ অক্টোবর এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে এটি সিলেটে পাইলট প্রকল্প হিসেবে চালু হলেও সফলতা প্রমাণ করতে পারলে পরবর্তী সময়ে দেশের অন্যান্য শহরেও বিস্তারের পরিকল্পনা রয়েছে।
নবাগত কমিশনার বলেন, সিলেট শহরকে নিরাপদ ও স্মার্ট নগরীতে রূপান্তরের লক্ষ্যে আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে চাই। গ্রিনিয়া অ্যাপের মাধ্যমে নাগরিকেরা জরুরি মুহূর্তে সরাসরি পুলিশের সহায়তা নিতে পারবেন। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই এসওএস বাটন চেপে পুলিশ ডাকার সুবিধা পাবেন, নারী ও শিশুদের নিরাপত্তাসংক্রান্ত তথ্য জানাতে পারবেন, অপরাধ বা অপহরণের ঘটনা রিপোর্ট করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী প্রাথমিক ও ভার্চুয়াল তদন্তসেবাও গ্রহণ করতে পারবেন।
কমিশনার আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। তিনি বলেন, মাদক ও গ্যাং কালচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে পুলিশি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিক আচরণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
নগরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে পুলিশ নিয়মিত মতবিনিময় সভা, সচেতনতামূলক কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নিরাপত্তা সচেতনতা কার্যক্রম হাতে নিচ্ছে বলেও জানান কমিশনার। তার মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নগরবাসীর আস্থার জায়গা তৈরি করবে এবং একটি নিরাপদ সিলেট গঠনে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।