মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:০৬ পিএম

১৮ দিন পর ঢামেক ছাড়লেন নুর  চিকিৎসা নেবেন অন্য হাসপাতালে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:০৬ পিএম

১৮ দিন পর ঢামেক ছাড়লেন নুর  চিকিৎসা নেবেন অন্য হাসপাতালে

১৮ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। এদিকে নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে গতকাল সোমবার বিকেলে বিজয়নগর ও পুরানা পল্টন এলাকায় দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেছেন দলটির নেতারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা।  

গতকাল সোমবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন নুরুল হক নুর। তার অন্য একটি হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, ঘটনার দিন মেডিকেল বোর্ড গঠন করে নুরুল হক নুরের চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। ওই রাতে চিকিৎসা কার্যক্রমের মধ্যেই জরুরি বিভাগে (ওসেকে) রাখা হয় তাকে। পরে নুরুল হক নুরকে ঢামেকের পুরাতন ভবনের চার তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এ বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসার কার্যক্রম চলছিল। পরে গতকাল ভিআইপি কেবিন থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

হাসপাতাল ছাড়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে নুর বলেন, ‘এখনো পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাচ্ছি, এরপর প্রয়োজনে অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেব।’

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দুইপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করে। এ সময় নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।


 

রূপালী বাংলাদেশ

Link copied!