মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:২৫ এএম

হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:২৫ এএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন হিন্দু ধর্মীয় নেতারা। ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন হিন্দু ধর্মীয় নেতারা। ছবি- সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন হিন্দু ধর্মীয় নেতারা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষ্যে বছরে একবার সামনাসামনি দেখা হওয়ার, কথা বলার সুযোগ হয়।

তিনি দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। নেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে এবং সারা দেশে পূজার প্রস্তুতি পুরোদমে চলছে। সরকারের পক্ষ থেকে এবারের পূজায় সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, স্থায়ী দুর্গামন্দিরের জন্য রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জমি বরাদ্দ দেওয়া একটি ঐতিহাসিক ঘটনা। আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত আমাদের খোঁজখবর রেখেছেন। পূজায় দুদিন ছুটি দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, গত বছর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় আপনি বলেছিলেন, ‘নিরাপত্তা বাহিনী দিয়ে কড়া পাহারা বসিয়ে পূজা হবে এমন দেশ আমরা চাই না।’ কোনো সরকারপ্রধানের কাছ থেকে এ ধরনের বক্তব্য আমরা প্রথমবারের মতো শুনেছি। আপনার বক্তব্য সবসময় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে বলেন, আপনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন নজির স্থাপিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব মিথ্যা প্রচারণা হয়, তার পরও আপনি সবার কল্যাণে কাজ করে যাচ্ছেন।”


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, ধর্ম মন্ত্রণালয় সব ধর্মের প্রতিনিধিত্ব করে। সুনামগঞ্জের তাহিরপুরে একটি নতুন মন্দির এবং আরেক মন্দিরে স্নানাগারের জন্য সিঁড়ি নির্মাণ করা হচ্ছে। অসচ্ছল মন্দির, প্যাগোডা ও গির্জাগুলোকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হয়। অনাথ আশ্রম ও বিধবা নারীদের সহায়তাও অব্যাহত থাকবে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সবাইকে আন্তরিক ধন্যবাদ ও পূজার অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে যেন কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সচিব দেবেন্দ্র নাথ উঁরাও, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাআনন্দ, অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, শ্রী বিমান বিহারী তালুকদার, অপর্না রায় দাস, নারায়ণ চন্দ্র দত্ত, প্রণীতা সরকারসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা।

রূপালী বাংলাদেশ

Link copied!