লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়ায় অবিনাশ চন্দ্র নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল বুধবার বিকেলে উপজেলা বাড়াইপাড়া সীমান্তের ৯৫ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। আটক অবিনাশ চন্দ্র পেশায় একজন রংমিস্ত্রি। তিনি ওই ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গরুর জন্য ঘাস সংগ্রহ করার জন্য সীমান্তবর্তী এলাকায় গেলে বিএসএফ সদস্যরা অবিনাশকে সন্দেহভাজন হিসেবে আটক করে ভারতীয় ভূখ-ে নিয়ে যায়। এরপর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকার অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন।
ঘটনার পর বিজিবি ও স্থানীয় প্রশাসন বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। আটক যুবক অবিনাশের পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে ফেরত আনার জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবিনাশকে দ্রুত সময়ের মধ্যে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন