বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:২৬ পিএম

নীলফামারীর উত্তরা ইপিজেড

মামলা ও গ্রেপ্তার ঘিরে শ্রমিকদের বিক্ষোভ কাজে ফেরার আশ্বাস

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:২৬ পিএম

মামলা ও গ্রেপ্তার ঘিরে শ্রমিকদের বিক্ষোভ কাজে ফেরার আশ্বাস

উত্তরা ইপিজেডে গ্রেপ্তার শ্রমিক সাইফুল ও তার বাবা শফিকুল ইসলামের মুক্তির দাবিতে নীলফামারীতে সড়ক অবরোধের মাধ্যমে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে এভারগ্রিন প্রোডাক্টস বিডি লিমিটেডের শ্রমিকরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কয়েক শত শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিস-সার্কিট হাউস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। 

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ হন ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্ট বিডি লিমিটেডের শ্রমিক ছাইদুল ইসলাম সাইফুল। ওই দিনই তার বাবা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে কর্দমাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি জানান, শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে মালিকপক্ষের কাছ থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আত্মগোপনে ছিলেন। পরে ডিবি পুলিশ সাইফুল ও তার বাবা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে মামলাসহ কারাগারে পাঠায়।

এ খবর ছড়িয়ে পড়লে গতকাল সকাল থেকেই এভারগ্রিন কারখানার শ্রমিকরা ইপিজেডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দিলে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে কারাবন্দি শ্রমিক ছাইদুল ইসলাম সাইফুল ও তার বাবাকে আদালত জামিনে মুক্তি দিলে ২ ঘণ্টা পর দুপুর দেড়টায় শ্রমিকরা অবরোধ তুলে নিলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে শ্রমিকরা কাজে ফিরতে সম্মত হন।

বৈঠক শেষে জেলা পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান বলেন, ‘সাইফুল স্বীকার করেছে, সে নিজেই আত্মগোপন করেছে। আমরা শ্রমিকদের প্রতি সহনশীল হয়ে সাইফুল ও তার বাবার জামিনের ব্যবস্থা করেছি। আশা করি আগামীকাল (আজ) থেকে উত্তরা ইপিজেডে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না।’

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘ইপিজেডে শ্রমিকদের স্বার্থ ও দাবি রক্ষায় আগামী ৭ দিনের মধ্যে কারখানা শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে পিসি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা শ্রমিক নেতাদের আশ^স্ত করেছি। ইপিজেড ও সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা বিষয়টি সমাধানের চেষ্টা করব।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!