বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:২৯ পিএম

বললেন রিজভী

দেশে গণতন্ত্র হাঁটাই শেখেনি তাই পিআর হবে ধ্বংসাত্মক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:২৯ পিএম

দেশে গণতন্ত্র হাঁটাই শেখেনি তাই পিআর হবে ধ্বংসাত্মক

বাংলাদেশের গণতন্ত্র যেখানে হাঁটতেই শেখেনি, সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচন ধ্বংসাত্মক ও মানুষের জন্য বিভ্রান্তিমূলক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আমাদের দেশের গণতন্ত্র এখনো হাঁটাই শেখেনি। যখনই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, আমরা গণতন্ত্র পেয়েছি বা হাঁটা শুরু করেছি, সেই সময়ই বাকশাল-শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনাসহ বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।’ 

পিআর পদ্ধতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যেখানে বাংলাদেশের গণতন্ত্র পরিপক্ব রূপই লাভ করেনি, সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে ধ্বংসাত্মক এবং মানুষের জন্য বিভ্রান্তিমূলক। হয়তো কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক দল বা মহল নিজেদের সুবিধার জন্য বিষয়টিকে এখন প্রাধান্য দিতে চাইছে। পিআর পদ্ধতি ইসরায়েল ও নেপালে চালু আছে।’

রিজভী বলেন, ‘আমরা আগেও বলেছি, কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে, নিজস্ব কর্মসূচি পালন করতে পারে, দাবিসহ আলোচনাও করতে পারে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্র হলো ভিন্নমতকে প্রশ্রয় দেওয়া, ভিন্নমতকে সম্মান করা।’ 

বিএনপি বাংলাদেশে একটি বৃহত্তম রাজনৈতিক দল উল্লেখ করে রিজভী বলেন, ‘আমরা আমাদের বক্তব্য রাখব। অন্যান্য রাজনৈতিক দলও তাদের কথা বলবে। এতে কোনো বাধা নেই, প্রতিবন্ধকতা নেই। অন্যান্য দল তাদের দাবি করতেই পারে, কিন্তু এখানে দেখতে হবে সেই দাবি উদ্দেশ্যপ্রণোদিত কি না।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে ১৬ বছর আন্দোলন হয়েছে। জোরালো দাবি করেছি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য, একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য। যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা এখন যে পিআর পদ্ধতির কথা বলেছেন, সেটি আগে কেন বলেননি? পিআরকে সামনে কেন আনা হচ্ছে? তিনি বলেন, পিআর নিয়ে একটা-দুটো রাজনৈতিক দল জোরালো কর্মসূচির কথা বলছে। তারা বলছে, পিআর ছাড়া হবে না, এটা ছাড়া নির্বাচন করবে না। এই কথাটাই হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত।’ 

বিএনপির এই নেতা আরও বলেন, ‘এটা তো কখনোই নৈতিক আন্দোলন হতে পারে না। জনগণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, সাধারণ মানুষের এ বিষয়ে কোনো আগ্রহ নেই। এ জন্য জনগণ বিষয়টি সম্পর্কে সম্পূর্ণরূপে ওয়াকিবহাল নয়। অনেক মানুষ জানে না পিআর পদ্ধতি কী? কীভাবে এখানে নির্বাচন হয় এবং এই নির্বাচনের কাঠামো বা পদ্ধতি কেমন হবে।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!