নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আলোচিত মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ছিনতাই হওয়া দুটি মোটরসাইকেল এবং হামলায় ব্যবহৃত একটি দা’ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রূপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম এ তথ্য জানান।
এএসপি মেহেদী জানান, গত ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে বাইকার জিসান ও ফয়সাল পূর্বাচল তিনশ ফিট সড়ক এলাকা থেকে তাদের বাড়ি কুমিল্লার উদ্দেশে রওনা হন। তারা রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা দুটি মোটরসাইকেলে থাকা তিনজন ছিনতাইকারী তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে জিসান ও ফয়সালকে কুপিয়ে জখম করে এবং দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।
জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোনকলের মাধ্যমে ঘটনা জানতে পেরে পুলিশ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভুক্তভোগী জিসান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলের ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনার দুই দিন পর ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে। পরবর্তীতে আধুনিক প্রযুক্তির সহায়তায় গত শুক্রবার বিকেলে গাজীপুরের বারেন্ডা এলাকা থেকে ছিনতাই চক্রের মূলহোতা লিমনকে গ্রেপ্তার করে। লিমনের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিনাইরচর সেতু এলাকা থেকে ছিনতাই হওয়া অপর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ছাড়া কুশাবো এলাকা থেকে হামলায় ব্যবহৃত একটি দা’ও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন স্বীকার করেছেন, তার নেতৃত্বে পূর্বাচল তিনশ ফিট, রূপগঞ্জ এবং আড়াইহাজার এলাকায় একটি ছিনতাইকারী চক্র মোটরসাইকেল ছিনতাই করে আসছিল। পুলিশ জানায়, লিমনের বিরুদ্ধে এ ধরনের অপরাধের একাধিক রেকর্ড রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন