ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বললেন র‌্যাব মহাপরিচালক

শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব

রংপুর ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১১:৩৪ পিএম

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেছেন, ‘যারা পূজাম-পে হামলা চালায় তারা কাপুরুষ ছাড়া আর কিছু নয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।’
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড়ের করুণাময়ী কালীবাড়ি মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, সারা দেশে ৩৫ হাজার পূজাম-প ও মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় প্রায় সাত হাজার পূজাম-প রয়েছে। এসব ম-পসহ দেশের সব ঝুঁকিপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

র‌্যাবপ্রধান বলেন, ২৪ সেপ্টেম্বর (আজ) থেকে দেশের প্রতিটি পূজাম-প ও মন্দিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পূজাম-পে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ রাখার ওপর জোর দেন তিনি। তার মতে, প্রযুক্তির মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, রংপুর জেলা পুলিশ ও মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, এবার জেলায় মোট ৯১২টি পূজাম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগরের ৩৩টি ওয়ার্ডে ১৫৪টি এবং জেলার আট উপজেলার ৭৪১টি ম-পে পূজা হবে।

উপজেলাভিত্তিক পূজাম-পের মধ্যে কোতোয়ালি থানায় ৯১টি, গঙ্গাচড়ায় ৯৬টি, তারাগঞ্জে ৬১টি, বদরগঞ্জে ১০৬টি, মিঠাপুকুরে ১৩৯টি, পীরগঞ্জে ৮৯টি, পীরগাছায় ৮৭টি এবং কাউনিয়ায় ৭২টি ম-প রয়েছে। এ ছাড়া বদরগঞ্জ পৌরসভায় ১০টি এবং পীরগঞ্জ পৌরসভায় ৭টি ম-পে পূজা হবে।

শারদীয় দুর্গাপূজা শুরু হবে ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী তিথিতে এবং শেষ হবে ২ অক্টোবর বিজয়া দশমীতে। এ পাঁচ দিনের পূজা উদযাপনের আগে মহালয়া থেকে দেবীপক্ষের সূচনা ও দেবীর আগমন উপলক্ষে নানা অনুষ্ঠান পালিত হচ্ছে।

রংপুর জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় বলেন, ‘উত্তর জনপদের সম্প্রীতির রংপুরে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পাচ্ছি। এখন পর্যন্ত সব প্রস্তুতি শেষ হয়েছে। আশা করি, রংপুরবাসীর সহযোগিতায় নির্বিঘেœ উৎসব উদযাপন করা সম্ভব হবে।’

তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব ধর্মাবলম্বীর সহযোগিতায় এ উৎসব সম্প্রীতির আবহে অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো সমস্যা নেই। আমরা চাই সবাই শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করুক।’

প্রশাসন, পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে নিরাপত্তার কঠোর ব্যবস্থা এবং পূজা উদযাপন কমিটির প্রস্তুতির ফলে এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হবেÑ এমন প্রত্যাশা রয়েছে রংপুরসহ সারা দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের।