শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০১:৪০ এএম

জঙ্গিবাদের নামে দেশকে অস্থিতিশীল  করলে ছাড় নয়: এটিইউ প্রধান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০১:৪০ এএম

জঙ্গিবাদের নামে দেশকে অস্থিতিশীল  করলে ছাড় নয়: এটিইউ প্রধান

বর্তমানে দেশে জঙ্গিবাদের তেমন কোনো উত্থান নেই বলে জানিয়েছেন এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক রেজাউল করিম। তবে জঙ্গিবাদের নামে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে বারিধারার এন্টি টেররিজম ইউনিটের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, বর্তমানে উগ্রবাদের তেমন উত্থান না থাকলেও যেকোনো সময় হতে পরে। তাই অতীত ভুলে আগামীতে যেন দেশে জঙ্গিবাদের উত্থান না ঘটে, সেই লক্ষ্যে কাজ করছেন তারা।

তিনি বলেন, যারা জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা নিরীহ মানুষকে টার্গেট করে মোটিভেট করে। এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, উগ্রবাদীদের তথ্য যেন সাধারণ মানুষ আমাদের জানাতে পারে, সে জন্য ‘ইনফো এটিইউ’ নামের একটি অ্যাপস চালু করা হয়েছে। মানুষ চাইলেই এখানে তথ্য দিতে পারবে। তথ্যদাতার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে। কেউ জঙ্গিবাদের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার দেন এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, একটি মাত্র সন্ত্রাসী ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। স্বল্পশিক্ষিত ও বিভ্রান্ত মানুষ কীভাবে ভুল আদর্শে উদ্বুদ্ধ হয়, ২০০৫ সালের সিরিজ বোমা হামলার উদাহরণ দিয়ে তিনি তা ব্যাখ্যা করেন। তার ভাষ্যে, সব ধর্মই শান্তির শিক্ষা দেয়; কোনো ধর্মই উগ্রবাদ বা সন্ত্রাসবাদকে সমর্থন করে না। এই প্রেক্ষাপটে গণমাধ্যমকে সঠিক বার্তা প্রচার এবং ধর্মকে অপব্যবহারকারী বিভিন্ন গোষ্ঠীকে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. রেজাউল করমি বলেন, আমাদের দেশের মানুষ উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। তবে কখনো কখনো সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে বা ভেজাল কোনো ব্যক্তির খপ্পরে পরে কিংবা দেশি-বিদেশি চক্রান্তে পরে কেউ কেউ বিচ্যুতি হতে পারে এই আশঙ্কা তো থেকেই যায়। সে কারণে এসব বিষয়কে আমরা নজরদারিতে রাখব, যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের সন্ত্রাস ও উগ্রবাদের সৃষ্টি হতে না পারে।

বর্তমানে নির্দিষ্ট করে জঙ্গিবাদের অবস্থান কী ও মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ জনের বিষয়ে জানতে চাইলে এটিইউর প্রধান বলেন, প্রত্যেককে আমরা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেছি। তারা সবাই কিন্তু শ্রমিক শ্রেণির মানুষ। জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি, তারা কেউ ওই রকমভাবে জড়িত ছিল না। তারা মনে করেছিল দুস্থ ও অসহায় মানুষকে সহযোগিতা করতে হবে। সে জন্য মালয়েশিয়ার সরকারও তাদের ক্লিয়ার করে দিয়েছে। তবে এর পেছনে কারাÑ এসব বিষয়ে জানতে আমাদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।

জঙ্গিবাদের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, আমি তো মনে করি বাংলাদেশ শান্তিপ্রিয় ও সম্প্রীতির দেশ। এ দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদের কোনো স্থান নেই। আমরা যতটুকু পর্যালোচনা করি তাতে মনে হচ্ছে, দেশে এ রকম কোনো কাজ কেউ করছে না। তার পরও আমরা সতর্ক আছি কোথাও যাতে করে এ ধরনের কোনো ঘটনার উদ্ভব ঘটতে না পারে।

আমাদের আরও সিরিয়াসলি কাজ করতে হবে। একটা ঘটনা কিন্তু আমাদের ইমেজে বড় ধরনের ক্রাইসিস তৈরি করতে পারে এবং দেশে আতঙ্ক সৃষ্টি করতে পারে। এই প্রতিষ্ঠান তো আরও শক্তিশালী হওয়া দরকার। এখানে ট্রান্সলেশনাল প্রাইম, সাইবার ক্রাইম ও হ্যাকিংয়ের মতো ঘটনা আছে, সে ক্ষেত্রে আমাদের আরও শক্তিশালী হওয়া প্রয়োজন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!