ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

বৌদ্ধ নেতাদের  সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১০:৫১ পিএম

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রোববার সকালে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বৌদ্ধধর্মীয় নেতারা প্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য তুলে ধরে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা প্রধান উপদেষ্টাকে বৌদ্ধ বিহার পরিদর্শনের আমন্ত্রণও জানান।

এ সময় রাজধানীর উত্তরায় বৌদ্ধদের শেষকৃত্যের জন্য স্থান বরাদ্দ দেওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বৌদ্ধ নেতারা। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জানানোর পর মাত্র ১০ দিনের মধ্যেই জায়গা বরাদ্দ হয়েছে, যা ইতিহাসে অনন্য। এর ফলে ঢাকায় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষকে আর শেষকৃত্যের জন্য দূর চট্টগ্রাম পর্যন্ত যেতে হবে না।

বৈঠকে চলতি বছর কঠিন চীবরদান উদযাপনের প্রস্তুতি সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন বৌদ্ধ নেতারা।

এ সময় তীর্থযাত্রার জন্য সরকারি ব্যবস্থাপনায় বৌদ্ধ প-িত ও ধর্মগুরু অতীশ দীপঙ্করের নামে সরকারিভাবে একটি জ্ঞানচর্চা কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন দাবি জানান তারা।