ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

রাকসু নির্বাচন

প্রচারের সময় বেড়েছে  ছুটি শেষে ব্যস্ত প্রার্থীরা

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১১:০১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারের সময়সীমা বৃদ্ধি করেছেন নির্বাচন কমিশন। ফলে দুর্গাপূজার ছুটি শেষে আবারও প্রচারে নেমেছেন প্রার্থীরা। গতকাল রোববার সকাল থেকে প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার শুরু করেন। এর আগে রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৫ সেপ্টেম্বর, পরে বিভিন্ন পরিস্থিতি নির্বাচন পেছায়। দুর্গাপূজার ছুটির কারণে ক্যাম্পাস ফাঁকা হয়ে যায়। তবে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা চালু হলেও বেশির ভাগ শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে আসেনি। তাই প্রচার কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছে। আগামী দুদিনে জমজমাট প্রচার শুরু হবে বলে জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। 

গত শনিবার রাতে প্রার্থীদের প্রচারের সময় বৃদ্ধি করে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আগে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়ম থাকলেও এখন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচার চলবে। আগের মতোই আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে কমিশন।

রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানান, আগের সিদ্ধান্ত অনুসারে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচার চালাতে পারত প্রার্থীরা। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে। শুধু শেষ দিন অর্থাৎ ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

প্রসঙ্গত, এর আগে রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৫ সেপ্টেম্বর। কিন্তু ১৮ সেপ্টেম্বর প্রশাসন ১০টি শর্তে পোষ্য কোটা ফিরিয়ে আনার ফলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ২০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সাথে শিক্ষক-কর্মকর্তাদের হাতাহাতির ঘটনায় পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে যান। ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ ঘটনায় পরিস্থিতি বিবেচনায় ২২ সেপ্টেম্বর জরুরি সভা করে কমিশন নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর করার সিদ্ধান্ত নেয়। ২৪ সেপ্টেম্বর কর্মকর্তা-কর্মচারীরা সাত দিনের সময়সীমা দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেন।