রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) কুরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, অভিযুক্ত শিক্ষার্থী কুরআন পদদলিত করার বিষয়টি স্বীকার করেছে। পরে কারাগারে আটক রাখার আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। এর আগে গত শনিবার রাতে রাজধানী থেকে অপূর্বকে গ্রেপ্তার করে ভাটারা থানার পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
গত শনিবার দুপুরে অপূর্ব পালের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননাকর একটি ভিডিও পোস্ট করা হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বিষয়টি নিয়ে বিক্ষোভ ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। একদল শিক্ষার্থী ও স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষার্থীর বাসার নিচে বিক্ষোভে অংশ নেন। তারা তার শাস্তি দাবি করে স্লোগান দিতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ভাটারা থানার পুলিশ। তারা অপূর্ব পালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, জনতার হামলায় আহত অবস্থায় অভিযুক্ত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আদালত অপূর্বকে কারাগারে পাঠায়।