চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) আসন্ন নির্বাচনে ছয় পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। গত রোববার নির্বাচন বোর্ড প্রকাশিত বৈধপ্রার্থীর তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, ট্রেড গ্রুপ থেকে মোহাম্মদ আকতার পারভেজ, মোহাম্মদ আমিরুল হক এবং এস এম সাইফুল আলম এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে আবসার হাসান চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন ও মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, বাকি ১৮ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৭ প্রার্থী। এর মধ্যে অর্ডিনারি গ্রুপের ১২ পদে ৪১ জন এবং অ্যাসোসিয়েট মেম্বার গ্রুপের ৬ পদে ১৬ জন প্রার্থী রয়েছেন।
নির্বাচন বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী, অর্ডিনারি গ্রুপ ও অ্যাসোসিয়েট মেম্বার গ্রুপের বৈধপ্রার্থীদের নাম চেম্বারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড গত ১১ আগস্ট ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের পরিচালকম-লীর নির্বাচনের তপছিল ঘোষণা করে। আগামী ১ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিসিসিআই ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাইয়ে ৩৫টি মনোনয়ন বাতিল হলেও আপিলের মাধ্যমে অনেকেই প্রার্থিতা ফিরে পান।
চেম্বারের সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ীÑ সাধারণ সদস্য ৪ হাজার ১ জন, সহযোগী সদস্য ২ হাজার ৭৬৪ জন, টাউন অ্যাসোসিয়েশন সদস্য ৫ জন এবং ট্রেড গ্রুপ সদস্য ১০ জন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন