খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে লিফলেট বিতরণকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) বিতরণ করা লিফলেটে মুজিববর্ষের লোগো থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অনেকেই। গতকাল সোমবার সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে কেডিএ আয়োজিত অনুষ্ঠানে সব অতিথি ও আমন্ত্রিতদের হাতে তুলে দেওয়া হয় মুজিব লোগো সম্বলিত লিফলেট। কেডিএর এমন কার্যক্রমে ক্ষিপ্ত হয়েছেন উপস্থিত অনেকেই। প্রতিবাদ করেছেন সভাস্থলেই। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এমন কাজ গণঅভ্যুত্থানের চেতনাকে অসম্মান করেছে বলে জানিয়েছেন অনেকেই। একইসঙ্গে এর সঠিক তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, বিষয়টি দেখার পর আমি ফেসবুকে প্রতিক্রিয়া শেয়ার করেছি। গণঅভ্যুত্থানের ১৪ মাস পরে এসেও এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এখানে মর্মাহত। আমি কেডিএ’র চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বললেন এটা একটি ভুল। কিন্তু এ ধরনের ভুল কীভাবে হয়? আমরা মনে করছি, এটি একটি পরিকল্পিত ঘটনা, এটার তদন্ত হোক। এটা কি ভুল নাকি পরিকল্পিত তার তদন্ত চাচ্ছি। আর এর সাথে যারা যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক, এটাই চাই।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন বলেন, বিশ্ব বসতি দিবস উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছি। সেমিনার স্থলেও আমরা লিফলেট বিতরণ করেছি। অনেক লিফলেট বিতরণ করতে গিয়ে পুরোনো কিছু লিফলেট বিতরণ করা হয়ে গেছে, যেটা ভুলবশত। এর জন্য আমরা ক্ষমা প্রার্থনা করেছি। লিফলেটগুলো সংগ্রহ করে এগুলো ধ্বংস করেছি।
তিনি বলেন, এই কার্যক্রমের জন্য আমি খতিয়ে দেখেছি, একেবারে ভুলবশত কিছু পুরোনো লিফলেটের সঙ্গে যুক্ত হয়ে গেছে। যেটার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন