*** দুর্ঘটনার আতঙ্কে যাতায়াত করছে গাড়িচালক এবং যাত্রীরা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নে জনবহুল গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তা ভাঙন। টেংগারচর-বড় ভাটেরচর ভায়া জামালদি স্ট্যান্ড যাওয়ার একমাত্র রাস্তা এটি। জামালদী স্ট্যান্ড থেকে টেংগারচর গ্রামে প্রবেশ করতে বড় ভাটেরচর গ্রাম হয়ে টেংগারচর ব্রিজের ঢালে গুরুত্বপূর্ণ স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলচল করছে সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহন। সংস্কারের জন্য একাধিক দপ্তরে জানানো হলেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ দুর্ভোগের শিকার ভোক্তোভোগী এলাকাবাসী।
জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার জামালদী বাস স্ট্যান্ড থেকে এই সড়ক হয়ে টেংগারচর ইউনিয়নের সবকটি গ্রাম, উপজেলা পরিষদ কার্যালয়, রসুলপুর ফেরিঘাটে যাতায়ত করে প্রতিদিন কয়েক হাজার মানুষ। চলে পণ্যবাহী ছোট বড় পরিবহন। গুরুত্বপূর্ণ সড়কে ভাঙনে যানবাহনগুলো চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্র জানা যায়, মেঘনা ব্রিজ সংলগ্ন জনবহুল জামালদী বাসস্ট্যান্ড থেকে রাস্তাটি গজারিয়া উপজেলা পরিষদ হয়ে রসুলপুর ফেরিঘাট, মুন্সীগঞ্জ জেলা শহর এবং চাঁদপুর জেলার মতলব উত্তর তথা চাঁদপুর জেলার সঙ্গে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন শত শত সিএনজি, মিশুক, পিকআপসহ অসংখ্য গাড়ি এই সড়ক দিয়ে চলাচল করে। তা ছাড়া ও এই গুরুত্বপূর্ণ সড়কটির ব্রিজের ডালে ভাঙনের কারণে দুইটি সিএনজি বা মালবাহী গাড়ি একসঙ্গে আসা-যাওয়া করতে পারে না। স্থানীয় সব শ্রেণিপেশার মানুষের দাবি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জনস্বার্থে দ্রুত সময়ে সড়কের সংস্কার করা হোক।
ব্রিজের ঢালে ভাঙনে দেখার পর স্থানীয় ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট সংস্কারের জন্য বলা হয়েছে। আগে এক পাশে ভাঙন কিছুটা কম ছিল এখন দুই পাশে ভাঙন দেখা দিয়েছে বিরাট বড় আকারে। এমন চলতে থাকলে হয়তো আগামী কয়েক দিনের মধ্যে এ রাস্তা সম্পূর্ণ ভেঙে পৃথক হয়ে যাবে। এ ভাঙনের কারণে প্রতিনিয়ত যানচলাচল দুর্ভোগ ও দুর্ঘটনা পতিত হচ্ছে।
অটোরিকশা চলক আল আমিন জানায়, দীর্ঘদিন যাবত এ রাস্তার বেহাল দশা, ব্রিজের ঢালে এ ভাঙনের কারণে গাড়ি নামার সময় এবং উঠার সময় রিকশা নিয়ে গাড়ি চালাতে হয়। যেহেতু সেতুর ঢালে গাড়ি উঠানো কিংবা নামার সময় ব্রেক করা যায় না। তা ছাড়া এখানে দুটি গাড়ি এক সঙ্গে ক্রস করা যায় না।
তাই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্থার করে, ছোট বড় যানবাহন ও সর্বসাধারণের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এ বিষয়ে গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন, কিছুদিন পূর্বে টেংগারচর ইউনিয়ন পরিষদে ওপেন হাউস ডে তে স্থানীয়রা ওই ভাঙন সংস্কারের কথা বললে ইউপি চেয়ারম্যান সংস্কারের কথা ছিল। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আশা করি অল্প সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন