রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মো. পলাশ শেখ নামের এক পাঠাও চালককে মারধর করে দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার মধ্যরাতে শ্যামলী শিশু মেলা সড়কে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, পলাশ শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপড়া গ্রামের হাফেজ শেখের ছেলে।
আহতের ভাই মো. তৈয়ব শেখ জানান, পলাশ পেশায় পাঠাও চালক। সেকেন্ড হ্যান্ড একটি ডিসকভার মোটরসাইকেল কেনার জন্য তিনি বাসা থেকে দেড় লাখ টাকা নিয়ে বের হয়েছিলেন। পথে শ্যামলী শিশু মেলার সড়কে পৌঁছালে একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর কয়েকজন দুর্বৃত্ত তাকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত পলাশকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত পলাশ শেখ প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন