শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ১২:২৩ এএম

প্রেসক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান ধর্মঘট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ১২:২৩ এএম

প্রেসক্লাবের সামনে ইবতেদায়ি  শিক্ষকদের অবস্থান ধর্মঘট

মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। গতকাল বৃহস্পতিবার ১১তম দিনের মতো অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারী শিক্ষকেরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের ডাকা হয়েছে। একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ের উদ্দেশে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে সরকারের আশ্বাসের নয় মাস পেরিয়ে গেছে বলে উল্লেখ করেন কর্মসূচিতে থাকা শিক্ষকেরা। তারা বলেন, আশ্বাস দিয়ে তা বাস্তবায়ন না করাকে তারা প্রতারণা মনে করছেন।

অবস্থান কর্মসূচিতে থাকা মাদ্রাসাশিক্ষকেরা নানা স্লোগান দিচ্ছেন। এর মধ্যে রয়েছেÑ ‘প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন’, ‘অবহেলার ৪০ বছর, মানুষ বাঁচে কত বছর’, ‘চাকরি আছে বেতন নাই, এমন কোনো দেশ নাই’।

তিন বছরের ছোট্ট শিশুসন্তান শায়ানকে নিয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে কর্মসূচিতে এসেছেন শিক্ষক শিউলি আক্তার। তিনি বলেন, ১১ দিন ধরে আন্দোলনে আছি। ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে আসছি। সরকার তো আমাদের কষ্ট বোঝে না। তা যদি বুঝত, তাহলে অবশ্যই জাতীয়করণ দিয়ে দিত। আর কত কষ্ট করব? আর ভালো লাগতেছে না আমাদের। আমাদের দাবিগুলো সরকার মেনে নিক।’ ‘চক্রান্তের’ কারণে জাতীয়করণের বিষয়টি আটকে আছে বলে মন্তব্য করেন এই শিক্ষক।

দারুস সালাম স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুর রহমান বলেন, ‘১৯৯২ সাল থেকে আমরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের বারবার প্রতিশ্রুতি দিয়েও কেউ বাস্তবায়ন করেনি। সবশেষ এই সরকারও আমাদের জাতীয়করণের আশ্বাস দিয়ে বাস্তবায়ন করছে না। আমাদের আবার রাস্তায় নামতে হলো।’

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম বলেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলেন। সেখানে কেউ তাদের সঙ্গে কথা বলেনি। তাদের অবজ্ঞা করা হয়েছে। আজ তারা শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছিলেন। এখন মন্ত্রণালয় থেকে তাদের ডেকেছে। শিক্ষকদের একটি প্রতিনিধিদল রওনা দিয়ে গেছে। তারা দেখবেন, সমাধান পান কি না। গেজেট না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

শরীয়তপুরের জাজিরার বরকান্দিয়া ইয়াদ আলী ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক আলী আকবর বলেন, প্রথম ধাপে ৩১৫টি মাদ্রাসা জাতীয়করণ, ১ হাজার ৮৯টি মাদ্রাসা এমপিওভুক্তকরণের জন্য কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করা হয়নি। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান বলেন, সরকার আশ্বাস দিয়ে তা বাস্তবায়ন না করায় শিক্ষকেরা হতাশ। অতিদ্রুত আশ্বাস বাস্তবায়নের দাবি জানান তিনি।

অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকেরা বিভিন্ন দাবি জানান। এগুলোর মধ্যে আছেÑ অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন। ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইল দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন প্রকাশ। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।

রূপালী বাংলাদেশ

Link copied!