গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অন্তর্বর্তী সরকার জামায়াত-এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করেছে। নির্বাচনের আগে গণভোটের কথা বলা আইওয়াশ করার জন্য কি না বোঝা যাচ্ছে না। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, গণঅধিকার পরিষদ নতুন বছরের নতুন মাসের প্রথম সপ্তাহে নির্বাচন চায়। জানুয়ারিতে নির্বাচন হতে পারে, কেন ফেব্রুয়ারিতে যেতে হবে। এ সময় তিনি বিভাজনের পথ পরিহারের আহ্বানও জানান।
এদিকে একই দিন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে গণঅধিকার পরিষদের জোট গঠন করছেÑ এমন গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন, এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদ জোট করবে সংবাদটি শতভাগ মিথ্যা। তিনি আরও লেখেন, তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে; কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন। কারণ গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা মিডিয়াতে আসার পর এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিল অশোভন, অপরিপক্ব ও অরাজনৈতিক।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক লেখেন, কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন। আমরা বলেছি, আগে সবার মধ্যে সেই উদারতা ও পরিপক্বতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনি জোটের আলোচনা করা যাবে। পরিশেষে তিনি লেখেন, রাজনীতি কোনো পুতুল বিয়ে দেওয়ার খেলা নয় যে, বিয়ে দিলাম আর ভাঙলাম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন