বগুড়া সদরের একটি ধানখেত থেকে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। গতকাল মঙ্গলবার সকালে নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘীর তালুকদার পাড়ায় একটি ধানখেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মুন্জুর। মৃত জহুরুল ইসলাম (৩৮) বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের মোকলেসার রহমানের ছেলে। তিনি হাজরাদিঘী গ্রামে তার মামার বাড়িতে থেকে স্থানীয়ভাবে বেকারি ব্যবসা করতেন।
পুলিশ জানায়, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করে ধানখেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মুন্জুর, বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন