নগদ-ডিআরইউ-বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার হাসান আরিফ। গতকাল রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে হাসান আরিফকে পুরস্কার পদক এবং ৫০ হাজার টাকার সম্মানীর চেক দেওয়া হয়। এতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘রপ্তানি প্রণোদনার বিকল্প খুঁজছে সরকার’ শিরোনামে দৈনিক রূপালী বাংলাদেশে প্রকাশিত সংবাদের জন্য এই পুরস্কারে ভূষিত হন আরিফ।
এর আগে তিনি পান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অবজেকটিভ ইকোনমিক-বিষয়ক সেরা রিপোর্ট-২০১০। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইইআরএফ) সাধারণ অর্থনীতিবিষয়ক সেরা রিপোর্ট-২০১১, বিসিসিসিআই-ইআরএফের ব্লু ইকোনমি-বিষয়ক অ্যাওয়ার্ড এবং এসএমই ফাউন্ডেশন-ইউআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এ ছাড়া তিনি বিভিন্ন সংগঠন থেকে একাধিক পুরস্কার ও সংবর্ধনা পেয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী, নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মোতাছিম বিল্লাহ, ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ সময় ডিআরইউর কার্যনির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রিন্ট-অনলাইন এবং টেলিভিশিন-রেডিওÑ দুই বিভাগের বাইরে সব মিডিয়ার জন্য আরও উন্মুক্ত দুটি বিশেষ পুরস্কারসহ মোট তিন বিভাগ থেকে ১৪ ক্যাটাগরিতে ২৭ জন সাংবাদিক পুরস্কৃত হয়েছেন। ৪ শতাধিক জমা হওয়া রিপোর্টের মধ্য থেকে যাচাই-বাছাই করে ২০২৫ সালের জন্য সেরা এই ২৭টি রিপোর্টকে পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে। বাছাই কমিটির জুরি বোর্ডে দায়িত্ব পালন করেন দেশের বিভিন্ন গণমাধ্যমের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক। জুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।
এ বছরের শুরুতে ২৭টি পুরস্কার দেওয়ার কথা থাকলেও পরে সেটি ২৪টি করা হয়। এর মধ্যে দুটি ক্যাটাগরিতে যৌথভাবে চারজন সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন। আর একটি ক্যাটাগরিতে দুজনের করা একটি রিপোর্ট সেরা হয়েছে। ফলে ১৪ ক্যাটাগরিতে তিন বিভাগ থেকে মোট ২৭ জন সাংবাদিক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। প্রিন্ট ও অনলাইন বিভাগ থেকে ১৪ ক্যাটাগরিতে মোট ১৬ জন পুরস্কৃত হয়েছে। রেডিও এবং টেলিভিশন বিভাগের আট ক্যাটাগরি থেকে ৯ জন সাংবাদিক পুরস্কৃত হয়েছেন। আর সবার জন্য উন্মুক্ত মিডিয়া বিভাগ থেকে দুই ক্যাটাগরিতে দুজন পুরস্কৃত হয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন