আগামী নির্বাচন অন্য সময়ের চেয়ে কঠিন হবে। তাই সব ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল। গতকাল বুধবার দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন সরদার সাখাওয়াত।
তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জননেতা তারেক রহমান ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থা অবলম্বনে কাজ করছেন। নারীর অধিকার নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থানের ব্যবস্থাসহ নানামুখী দিকনির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান। দেশের কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। জামায়াতে ইসলামী গণতন্ত্রকে হত্যা করতে চায়, ইসলাম ধর্মের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করে।
নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াড বিএনপির সভাপতি মো. মোবারক হোসেন তারেক মীরের সভাপতিত্বে এবং নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুঠিরবিষয়ক সম্পাদক মো. হারুন-অর-রশিদের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লব, সদস্যসচিব এম কাদির জলিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া, বেলাব উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাছেদ (মাস্টার), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কবির, নরসিংদী জেলা যুবদলের সদস্য মো. সুমন রাজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হারিছুল হক মেম্বার, সংরক্ষিত সাবেক মহিলা সদস্য রেজিয়া বেগম, ৫ নম্বর ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহঅর্থ সম্পাদক মো. মাছাকিন আহমেদ, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. জাকির হোসেন ফরাজী, বেলাব উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ মাহালম আহমেদ, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা শ্যামল মীর, মো. মারুফ আহমেদ সোকেন, গাউছি আলম প্রমুখ।

