বিদেশযাত্রার পূর্বে কিছু প্রস্তুতি নেয়া দরকার। প্রথমে, আপনার ভিসার মেয়াদ এবং প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, টিকিট, ভিসা ইত্যাদি) আছে কিনা তা নিশ্চিত করুন। বিমানবন্দরে, লাগেজ প্রস্তুত করার সময় খেয়াল রাখুন যেন তাতে কোনো নিষিদ্ধ বস্তু না থাকে এবং ওজন নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। এছাড়াও, ভ্রমণের সময় প্রয়োজনীয় ঔষধপত্র, শুকনো খাবার, এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সামগ্রী সাথে রাখুন। বিমানে উঠার পর, কর্তৃপক্ষের নির্দেশাবলী ভালোভাবে মেনে চলুন।
ইমিগ্রেশন
কাউন্টারে প্রার্থীর পাসপোর্ট, ভিসা, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র ইত্যাদি পরীক্ষা করে সঠিক থাকলে তবেই পাসপোর্ট সিলমোহর করে প্রার্থীকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হয় এবং সেখানে বিমানে আরোহণের পূর্ব পর্যন্ত অপেক্ষা করতে হয়। ইমিগ্রেশনের সামনে লাইন দিয়ে দাঁড়ান এবং আপনার পাসর্পোট, ভিসা, ইমিগ্রেশন ও কাষ্টমস ফরমসহ তৈরী থাকুন। অফিসার আপনার সপোর্টে ওই দেশে যাওয়ার তারিখসহ সিল দিয়ে দিবে।
বিমানে যা করবেন
বিমানে আরোহণের পূর্বে ইংরেজি ও বাংলায় মাইক্রোফোনে ঘোষনা করা হবে এবং ডিসপ্লে বোর্ড ও টেলিভিশন মনিটরে দেখানো হবে।
ঘোষণার পরই বোর্ডিং-কার্ড হাতে নিয়ে বিমানের দিকে অগ্রসর হতে হয়।
বিদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে করনীয়
ব্যাগ সংগ্রহ
ব্যাগ সংগ্রহের জন্য কনভেয়ার বেল্টের সামনে দাঁড়াতে হবে। কনভেয়ার বেল্টের ওপর আপনার ফ্লাইট নাম্বার দেয়া থাকবে, সেটা খেয়াল করতে হবে।
কাষ্টমস
আপনার কাষ্টমস ডিক্লারেশন ফরম সাথে রাখুন এবং কাষ্টমস অফিসার চাইলে তা দেখান।
হারানো ব্যাগ খোঁজা
বেল্টে ব্যাগ না পাওয়া গেলে বা ব্যাগ হারিয়ে গেলে সাথে সাথে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানাতে হবে এবং ক্লেইম ফরম পূরণ করতে হবে। এয়ারলাইন্স আপনার ব্যাগ খুঁজে আপনার ঠিকানায় যোগাযোগ করে আপনার হারানো ব্যাগ আপনার কাছে পৌছে দিবে। না পাওয়া গেলে টিকেটে উল্লিখিত নীতিমালা অনুযায়ী আপনাকে ক্ষতিপূরণ দিবে।
আপনার মতামত লিখুন :