মডেল, পারফরমার ও প্রেজেন্টারদের মেকআপ ও হেয়ার স্টাইল নিয়ে কাজ করাই মেকআপ আর্টিস্টের কাজ। তারা যাতে সুন্দর
ও ইউনিকভাবে ক্যামেরার সামনে আসতে পারেন, সেই লক্ষ্যে কাজ করেন মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট তার কাজের মাধ্যমে একজন ক্লায়েন্টের ব্যক্তিগত স্টাইল ও পাবলিক ইমেজ দর্শকের সামনে ফুটিয়ে তোলেন। মেকআপ আর্টিস্টরা ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করে থাকেন। যারা ফ্রন্ট লাইন মিডিয়ার কাজ করতে চান ও মেকআপ সম্পর্কে ক্রিয়েটিভ জ্ঞান রয়েছে, তারা এ পেশায় আসতে পারেন। এ সেক্টরে ক্যারিয়ার গড়ার আদ্যোপান্ত সম্পর্কে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন
চলচ্চিত্র ও বিজ্ঞাপনের প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তারেক আহমেদ। জানাচ্ছেন মিনহাজুর রহমান নয়ন
যেভাবে শুরু করবেন
মেকআপ ভালোবাসেন এবং মানুষের সৌন্দর্য বৃদ্ধি করতে আগ্রহী হন, তাহলে এ পেশা আপনার জন্য উপযুক্ত হতে পারে। মেকআপ আর্টিস্টরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারেন, যেমন-ফ্যাশন, চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার, ব্রাইডাল মেকআপ এবং আরও অনেক কিছু। মেকআপ আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে হলে, আপনার সৃজনশীলতা, ধৈর্য, এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে। এ ছাড়া মানুষের সঙ্গে মিশতে পারা এবং তাদের চাহিদা বুঝতে পারাটাও জরুরি। অন্যথায়, আপনি খুব কম ক্লায়েন্ট পাবেন এবং কম টাকা পাবেন। তাই বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনাকে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে। তাহলেই আপনার ভালো ক্যারিয়ার হবে।
প্রথমে যা জানতে হবে
মেকআপ আর্টিস্ট হতে হলে আপনার আসলে ভেতর থেকে আর্ট থাকাটা প্রয়োজন এবং মেকআপ আর্টিস্ট হতে আপনার প্রথম থাকতে হবে ইচ্ছা শক্তি। লাজুক হওয়া যাবে না। দেখবেন আপনি খুব তাড়াতাড়ি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
যা খেয়াল রাখতে হবে
মেকআপ আর্টিস্ট হতে হলে আপনার প্রথম আসলে কাজটা শিখতে হবে, সেটার জন্য দুই বছর তিন বছর যতটুকু সময় লাগতে পারে যদি কারো সঙ্গে অ্যাসিস্ট করেন। আপনি যদি মেকআপ আর্টিস্ট হন তাহলে নিজের কাজ অন্য অন্যকে দেখার সুযোগ দিতে হবে। আপনার প্রচুর পরিমাণে সিনেমা দেখতে হবে এবং ইউটিউবে প্রচুর মেকাপ টিউটোরিয়াল আছে সেগুলো দেখতে হবে এবং প্র্যাকটিক করতে হবে। আপনি আজকে একটা মেকআপ দেখলেন দেখার পরে আপনি সেই মেকআপটা নিজে নিজে প্র্যাকটিস করবেন।
কীভাবে কাজ করবেন
মেকআপ আর্টিস্টের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যেমন মেকআপ করার আগে ত্বক পরিষ্কার ও ময়েশ্চারাইজ করা, সঠিক মেকআপ পণ্য ব্যবহার করা এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী মেকআপ করা অত্যন্ত জরুরি। এ ছাড়া মেকআপ আর্টিস্টের সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যিনি বা যে আর্টিস্ট মেকআপ নিচ্ছেন তার স্বাচ্ছন্দ্য ও সুবিধার দিকে খেয়াল রাখতে হবে। মেকআপ করার প্রধান কৌশল বরফ ঘষে নেওয়া। ৩ থেকে ৪ মিনিট পুরো মুখে ভালোভাবে বরফ ঘষে নিলে ত্বক ঠান্ডা হবে এবং ওপেন পোরস বন্ধ করে দিতে সাহায্য করবে। এতে ত্বকের ভেতর থেকে ঘাম বের হতে পারবে না এবং মেকআপ ঠিক থাকবে।
কাজ পাবেন কীভাবে
এখনকার সময়ে সবচেয়ে কাজ পাওয়ার বা কাজ নেওয়ার সবচেয়ে বড় সেক্টর হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভধপবনড়ড়শ, রহংঃধমৎধস, ুড়ঁঃঁনব. একটি ইউটিউব চ্যানেল করে সেখানে হচ্ছে মেকআপ টিউটোরিয়াল বানাতে পারবেন । ফ্যাশন, চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার, ব্রাইডাল মেকআপ এবং আরও অনেক কিছু। আপনি যদি কোনো মেকআপ আর্টিস্টের সঙ্গে অ্যাসিস্ট করেন দুই থেকে তিন বছর তারপরে আসলে আপনি মার্কেটে নিজের একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এবং সেভাবে কাজ করতে পারেন।
ড্রেস, ফেস ও মেকআপ কম্বিনেশন।
সিনেমার বা সিরিজের কাজ করতে হলে আপনার গল্প নিয়ে অনেক রিসার্চ করতে হবে এবং আপনাকে ভাবতে হবে যেকোনো ক্যারেক্টার আসলে কীভাবে আসছে এবং কীভাবে এই ক্যারেক্টারগুলোকে আপনি প্রেজেন্ট করবেন। মেকআপ করার পর, মেকআপটি কেমন দেখাচ্ছে তা দেখতে হবে এবং প্রয়োজনে কিছু পরিবর্তন আনতে হবে। মেকআপ আর্টিস্টের উচিত সবসময় নতুন মেকআপ কৌশল ও পণ্যের সঙ্গে পরিচিত থাকা ।
তারেক আরও বলেন, ‘আমার করা সিনেমাগুলো হচ্ছে ‘প্রিয় মালতি’ যেটা ২০২৪ সালে রিলিজ হয়েছে। ‘সাবা’ যেটা এখনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালগুলোয় ঘুরছে। ‘আলী’ যেটা কান ফিল্ম ফেস্টিভ্যাল গিয়েছে। লাস্ট যে সিনেমা আমার রিলিজ হয়েছে সেটা হচ্ছে ‘তাণ্ডব’।
সিরিজ করেছি ‘ইউ টিউমার’ ‘কুহেলিকা’ ইত্যাদি। লাস্ট রিলিজ ‘বোহিমিয়াম ঘোড়া’ এ ছাড়া ৩০০ মতো টিভিসিতে কাজ করেছেন ঈড়শব ঝঃঁফরড় ঝবধংড়হ ২ ঝবধংড়হ ৩-এর সব মেকআপ তার নিজের করা।
আপনার মতামত লিখুন :