ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার। ওপার বাংলার ওটিটির পরিচিত মুখও তিনি। ‘ডান্স বাংলা ডান্স’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ‘সীমারেখা’, ‘জয়ী’সহ আরও বেশ কয়েকটি ধারাবাহিকে তিনি অভিনয় করেন। একে একে ওয়েব সিরিজ ও সিনেমার জগতেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন অলিভিয়া। প্রথমবারের মতো ওপার বাংলার অলিভিয়া এপার বাংলার মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সুকণ্ঠী গায়িকা দিলশাদ নাহার কনার গানে কে এম মিউজিকের ব্যানারে তাকে দেখা যাবে। গান ও সমসাময়িক প্রসঙ্গে কলকাতা থেকে কথা বলেছেন দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মির্জা হাসান মাহমুদ
সোনা জান
অনেকদিন ধরেই এই কাজটা নিয়ে কথা হচ্ছিল। সবকিছু ব্যাটে বলে মিলে যাওয়াতে কাজটি করেছি। পরিচালক মোহন ইসলাম ভাই বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। এত চমৎকার একটি গানে কাজের সুযোগ পাওয়া নিঃসন্দেহে আমার জন্য বেশ ভালো লাগার। কাজটি করে দারুণ লেগেছে। এত ভালোবাসা আর সম্মান পেয়ে আমি সত্যিই অভিভূত।
প্রত্যাশা
বাংলাদেশে করা আমার প্রথম কাজটি নিয়ে প্রত্যাশা অনেক। গানটা দারুণ, চাই সবাই ভালোবাসুক। শুটিংয়ের সময় পুরো ইউনিটের রিয়্যাকশন আমাকে খুব মোটিভেট করেছে। সুযোগ পেলে বাংলাদেশে আরও কাজ করতে চাই।
পরিকল্পনা
সুযোগ পেলে বাংলাদেশের কাজে নিয়মিত হওয়ার পরিকল্পনা আছে। বাংলাদেশের মিউজিক তো আমার খুবই পছন্দের। নিয়মিত দেখা হয়। আমি চাই আরও অনেক কাজের সঙ্গে যুক্ত হতে। বাংলাদেশের নাটক, সিনেমা ও গান অনেক ভালো হচ্ছে। শাকিব খানের সিনেমাও দেখা হয়। দারুণ হ্যান্ডসাম হিরো। অভিনয়ও ভালো করে। আমার কাছে তাকে দারুণ লাগে। কখনো তার সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে কাজ করব। তার অভিনীত ‘তুফান’ সিনেমা দেখেছি। ‘বরবাদ’ সিনেমার গানে দারুণ নেচেছি। আর মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও আফরান নিশোদের নাটক দেখা হয়। নাটকেও যদি তাদের সঙ্গে সুযোগ পাই কাজ করব। অন্যদিকে, জয়া আহসানও আমার পছন্দের। সবসময় আমার কাজের আগ্রহ বেশি। আমি প্রচুর কাজ করতে চাই। কাজ দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। আমি চাই সবাই আমাকে ভালোবাসুক।
ব্যস্ততা
এখন সিনেমা নিয়ে ব্যস্ত আছি। ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। আরও কিছু নতুন কাজের কথা চলছে। আপাতত ‘সোনা জান’ নিয়ে বেশ নার্ভাস। মানুষের গ্রহণযোগ্যতার অপেক্ষায় আছি।
তিক্ততা
কাজ করতে গিয়ে শুরুর দিকে অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। এমনও শুনতে হয়েছে যে, আমার মুখ নাকি বাঙালি না। এও শুনেছি, অলিভিয়ার ক্যারিয়ার শেষ!
কাস্টিং কাউচ
আমাকে কখনো এমনটার মুখোমুখি হতে হয়নি। তবে কলকাতায় বিষয়টা আছে। এ জন্য কিছু মানুষকে ভালো সুযোগ পেতে দেখেছি। যেটা অনেক ট্যালেন্ড লোকও কাজ পায় না। সেটা খুবই দুঃখজনক।
টানিং পয়েন্ট
জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’, ‘সীমারেখা’ এবং ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ কাজগুলো করার পর আমাকে নতুন করে পরিচিত এনে দিয়েছে। আর পিছু ফিরে তাকাতে হয়নি। এই তিনটি কাজ করার পর প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, এখনো পাচ্ছি। কাজ তিনটি আমাকে অনেক দূরে এগিয়ে যেতে পথ দেখিয়েছে। যে কারণে এই তিনটি কাজ সবসময় এগিয়ে রাখব।
আপনার মতামত লিখুন :