সোমবার, ২১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:০৫ এএম

বেয়াদবদের প্রশ্রয় দেওয়া ঠিক হবে না

মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:০৫ এএম

বেয়াদবদের প্রশ্রয় দেওয়া ঠিক হবে না

বর্তমান ব্যস্ততা কি নিয়ে?
সম্প্রতি ‘আইকে মিউজিক স্টেশন থেকে মুক্তি পেয়েছে আমার আর সালমার দ্বৈত গান ‘সানাই’। আহমেদ সজীবের সুর-সংগীত এবং মুনসুর সানির লেখা এই গানটি প্রকাশের পর থেকে বেশ ভালো সারা পাচ্ছে গানটি। দর্শকরা খুবই ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে। গানটি মুক্তির পর থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে। যদিও আমরা এই গানটা নিয়ে খুব একটা প্রমশন করি নাই, তারপরেও দর্শক-শ্রোতা এই গানটি খুঁজে নিয়ে ছড়িয়ে দিচ্ছেন, এটা খুব ভালো লাগছে।  এ ছাড়া মুক্তি পেয়েছে আমার খুব প্রিয় একটি গান ‘তোরে খুব ভালোবাসি’। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন হানিফ খান। সেসঙ্গে মিউজিক করেছেন আহমেদ সজীব। ব্যক্তিগতভাবে এই গানটা আমার অনেক পছন্দের গান। চেষ্টা করছি এই গানটাও যতটা সম্ভব সাধারণ শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার। আশা করি এই গানটাও সবার ভালো লাগবে।

শ্রোতারা সামনে কি কি কাজ পাচ্ছে?
সামনে বন্ধু দিবসকে কেন্দ্র করে ‘বন্ধু’ শিরোনামে একটি স্পেশাল কাজ আসছে। এই গানটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘কাজী শুভ অফিসিয়াল’এ রিলিজ হবে সামনে আগস্টে। আরিফ হোসেন বাবুর লেখা, আমার সুর এবং আহমেদ সজীবের মিউজিকে গানটি প্রস্তুত হচ্ছে।

কী ধরনের কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
শুরু থেকে ভালো কাজ করার চেষ্টা করে আসছি। যার দরুন শ্রোতাদের কাছ থেকে অনেক ভালোবাসাও পেয়েছি। সামনেও এই ধারা অব্যাহত রাখতে চাই। আমরা জানি, জেনারেশন বাই জেনারেশন শ্রোতাদের রুচি বদলায়। নতুন ট্রেন্ড আসে। কিন্তু আমি বিশ্বাস করি, একটা ভালো গান শ্রোতারা সবসময়ই শোনে। এর প্রমাণ আমাদের চোখের সামনে। দেখুন না, এতদিন পরেও কিন্তু আমার আর সালমার গান মানুষ শুনছে।

বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা সম্পর্কে জানতে চাই
বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা ভালোই। প্রচুর গান হচ্ছে, তবে অন্যের মৌলিক কন্টেন্ট নিয়ে ভিউ বাণিজ্য আমাকে খুব বেশি বিব্রত করে। বর্তমানে অনেক জায়গায় দেখা যায় মূল শিল্পীকে ক্রেডিট না দিয়ে অন্যের গানকে নিজের গান হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। আবার অনেক টিভি চ্যানেল অন্যের গানকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে। গতকাল যে গানটা নিয়ে আমি ফেসবুকে লিখেছি সেটা হলো, ‘ভুলিয়া না যাইয়ো’। এই গানটা পাগল হাসানের লেখা এবং সুর করা। ছয় বছর আগে ধ্রুব মিউজিক স্টেশন থেকে এই গানটি রিলিজ হয়েছিল। পাগল হাসানের দশ-বারোটা গানের মধ্যে থেকে এই গানটি আমি বেছে নিয়েছিলাম গাওয়ার জন্য।

এরপর এই গানের পেছনে সীমাহীন পরিশ্রম করতে হয়েছে। শেষে ধ্রুব মিউজিক স্টেশন আমাদের প্রাপ্য সম্মানী বুঝিয়ে দিয়ে চুক্তির মাধ্যমে গানটি তাদের চ্যানেলে প্রকাশ করে। সম্প্রতি লক্ষ্য করলাম অনেক টিভি চ্যানেলে অনেকেই গানটি গেয়েছেন। কিন্তু অবাক করা বিষয় হলো, কোথাও কেউ মূল শিল্পীর নাম পর্যন্ত উল্লেখ করেনি।

বিষয়টা আমাকে খুবই বিরক্ত করেছে। অনেক চ্যানেলে ফোন দেওয়ার পর তারা মূল শিল্পী নামটা যুক্ত করেছে। সেটাও এক চরম পর্যায়ের বাটপারি। একটা মৌলিক গানকে প্রতিষ্ঠা করতে এবং শ্রোতাদের কাছে পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হয়। যাই হোক এই বাটপার এবং বেয়াদবদের প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না। এখনই এর বিরুদ্ধে কথা না বললে বা ব্যবস্থা গ্রহণ না করলে, তা ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি বয়ে আনবে।

ভক্তদের উদ্দেশ্যে কিছু 
বলতে চান?
ভক্তরা সবসময় আমার 
পাশে থেকেছে। আমি চাই এভাবেই তারা আমাকে ভালোবেসে যাবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আজীবন আপনাদের জন্য ভালো গান উপহার দিতে পারি।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!