আজ থেকে এক দশক আগে একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে দেশের সংস্কৃতি অঙ্গনে মানিকগঞ্জের ছেলে সজীব চৌধুরীর যাত্রা শুরু হয়। এরপর আরও বেশকিছু মিউজিক ভিডিও এবং পোশাকের স্থির চিত্রের মডেল হিসেবে সজীব কাজ করেছেন। তবে ২০১৭ সালে তিনি ‘আরণ্যক নাট্যদল’ থেকে অভিনয় ও সেট ডিজাইনের কোর্স সম্পন্ন করেন। আরণ্যক নাট্যদলের ১৩তম ব্যাচের কিছু অভিনয়শিল্পী মিলে তারা দেশের বাইরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনয় এবং নির্দেশনার কাজ করেন।
এর মধ্যে আহমেদ শিবলু পরিচালিত ‘বিয়াই- ইকুয়েশন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সজীব অভিনয় করেন, পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি কলকাতার নন্দনে সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে এবং ব্যাপক প্রশংসা অর্জন করে ও দ্বিতীয় স্থান অর্জন করে।
এরই মধ্যে সজীব আরও বহু নাটকে অভিনয় করেছেন। অভিনয়ে হয়েছেন বেশ প্রশংসিত। আর তাই অভিনয়ে তার আত্মবিশ্বাসও বেড়েছে। সেই আত্মবিশ্বাস থেকেই সজীব সবাইকে বিশেষভাবে অনুরোধ করছেন ‘গরীব চাষার সুন্দরী বউ’ নাটকটি দেখার জন্য, যা আজ ইউটিউবে প্রকাশ পাবে।
সজীব বলেন, ‘চমৎকার একটা গল্পে আমাকে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য পরিচালক সুজন ভাইয়ের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি নাটকটিতে আমার চরিত্রে মন দিয়ে অভিনয় করতে। পুরো ইউনিট আমার অভিনয়ে ভীষণ খুশি। আশা করছি, দর্শকদেরও ভীষণ ভালো লাগবে।’