ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

সাহসী চরিত্রে ঋত্বিকা

রঙের মানুষ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১১:৫৩ পিএম

দীর্ঘদিন পরে টলিউডে ফিরছেন অভিনেত্রী ঋত্বিকা সেন। জুটি বাঁধছেন নবাগত অভিনেতা মীরের সঙ্গে। অপর্ণা সেনের ‘আরশিনগর’ সিনেমাতে একসময়ে অভিনয় করেছিলেন ঋত্বিকা। অভিনয় করেছেন একাধিক কমার্শিয়াল সিনেমাতেও। আর এবার টলিউডে নতুন সিনেমাতে দেখা যেতে চলেছে তাকে। সিনেমার নাম ‘মহরত’। আতিউল ইসলাম পরিচালিত এ সিনেমা রহস্য রোমাঞ্চয় ভরা। সম্প্রতি প্রকাশ্যে এল সিনেমার ফার্স্ট লুক।

কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শুটিংয়ের প্রথম দিন, শুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্রপরিচালক। খুন, রহস্যের মোড়কে সিনেমা শুরু হয়। সিনেমা যত এগোতে থাকে, তত খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন 
করে মিডিয়া।

তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কীভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে, সেগুলোই ফুটে উঠতে থাকে। সিনেমায় অভিনেতা মীরকে দেখা যাবে ঈশান চরিত্রে, অন্যদিকে ঋত্বিকা সেনকে মোহর চরিত্রে দেখা যাবে।

সিনেমাটি নিয়ে ঋত্বিকা বলেন, ‘মোহর চরিত্রটা খুব সাহসী। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তার স্বভাব। সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন রিপোর্টারের চরিত্রে আমাকে দেখা যাবে। সিনেমার শুরুতে একজন নামী অভিনেত্রীর মার্ডার হয়। সবকিছু ধামাচাপা দেওয়া থেকে অন্যায়টাকে সবার সামনে তুলে আনাটা মোহরের কাছে খুব চ্যালেঞ্জিং। এই যুদ্ধে ঈশান চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা যেতে পারে ঋত্বিকা সেনকে, এমন চর্চা ছিল টলিপাড়ায়। তবে ২১ জুলাইয়ের মঞ্চে দেখা গেল না অভিনেত্রীকে। তিনি অবশ্য শহরেই রয়েছেন। সম্প্রতি নতুন থ্রিলার সিনেমা ‘মহরত’-এর পোস্টার লঞ্চে উপস্থিত ছিলেন নায়িকা।

সিনেমাটা কবে মুক্তি পাবে, তা এখনো ঘোষণা করা হয়নি। তবে এ বছর মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, অনিন্দিতা সোম, দেবরাজ ভট্টাচার্য প্রমুখ।