ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

বাবা হলেন শ্যামল মাওলা

রঙের মানুষ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০১:২৪ এএম

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। সদ্য  কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। গতকাল রোববার (৩ আগস্ট) এই সুখবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা।


নিজের ফেসবুক অ্যাকাউন্টে কন্যাকে বুকে জড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন শ্যামল। তার ক্যাপশনে লিখেছেন, ‘নতুন এক তারা নেমে এসেছে এই পৃথিবীতে।’ একই পোস্টে ‘সানাভ মাওলা’ হ্যাশট্যাগ ব্যবহার করে জানিয়ে দেন তার কন্যার নামও ‘সানাভ মাওলা’।


তবে মেয়ের মুখ এখনই দেখাতে চান না বলে স্নেহভরে সেখানে একটি হার্ট ইমোজি দিয়ে মুখ আড়াল করেছেন। 


২০২০ সালের ১০ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। মাহা অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত। কন্যাসন্তানের আগমনে ভক্ত-অনুরাগীরা এরই মধ্যে নতুন বাবা-মাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।