ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

নারীকেন্দ্রিক গল্পে তানিয়া বৃষ্টি

রঙের মানুষ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০১:২৫ এএম

সাগর জাহানের পরিচালনায় ‘চোখটা আমাকে দাও’ নাটকে গত বছর দুর্দান্ত অভিনয় করে দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শুধু তাই নয় এই নাটকে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীরও স্বীকৃতি পেয়েছিলেন। যে কারণে পরবর্তীতে কাজের প্রতি বৃষ্টির ডেডিকেশন আরও বেড়ে যায়। তবে অভিনয় জীবনের সফলতার এক যুুগে বৃষ্টি বহু চ্যালেঞ্জিং গল্পের নাটকে অভিনয় করেছেন। বহুমাত্রিক চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। সেই ধারাবাহিকতায় এবারই প্রথম তানিয়া বৃষ্টি তার নিজের মনের মতো একটি গল্পে মনের মতো চরিত্রে অভিনয় করেছেন। আওরঙ্গজেব’র রচনায় ও মেধাবী নাট্যনির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। আজ বিকাল তিনটায় এনটিভির ইউটিউব চ্যানেলে নাকটি প্রচারে আসবে। এই নাটকটি নিয়ে বৃষ্টির প্রত্যাশা ভীষণ রকমের। তানিয়া বৃষ্টি বলেন,‘ এবারই প্রথম আমি নারী কেন্দ্রিক গল্পের নাটকে অভিনয় করেছি। তুহিন ভাই সবসময়ই চেয়েছেন আমি যেন একটু ভিন্ন ঘরানার গল্পের নাটকে কাজ করি। তিনি ঠিক তেমনই স্ক্রিপ্ট নিয়ে এসেছেন আমার কাছে যা আমার কাছেও প্রত্যাশার থাকে তার কাছে। তো জয়িতার দিনরাত্রি নাটকটির গল্প তেমনি চ্যালেঞ্জিং। আমি নাটকে কয়েকটি চরিত্রে নিজেকে ভেঙে অভিনয় করার সুযোগ পেয়েছি। যেহেতু প্রথম বার নারীকেন্দ্রিক গল্পের নাটকে কাজ করেছি, তাই আমারও পূর্ণ মনোযোগ ছিল কাজটি নিয়ে। একটুও ছাড় দেইনি আমি গল্পটা শতভাগ ফুটিয়ে তুলতে। তুহিন ভাইও অনেক শ্রম দিয়েছেন। আমার বিশ^াস নাটকটি দর্শকের ভীষণ ভালোলাগবে। ধন্যবাদ পুরো টিমকে, কারণ গল্পটা শতভাগ ফুটিয়ে তোলার জন্য পুরো টিমও অনেক কষ্ট করেছে। দর্শকের ভালোলাগার জন্যই আমি আমরা অনেক কষ্ট করি। দর্শকের যদি এই গল্প, এই নির্মাণ এবং সর্বোপরি আমার অভিনয় ভালোলাগে, তাহলেও কষ্ট সার্থক।’  এরইমধ্যে বৃষ্টি নাজমুল রনির নির্দেশনায় ‘পার্সেল’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন। এ ছাড়াও তিনি এরইমধ্যে অনন্য ইমন, মহিন খানের নির্দেশনাতেও আরও দুটি নাটকের কাজ শেষ করেছেন।