ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

ফিরছেন অপূর্ব

রঙের মানুষ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০১:৪৮ এএম

ছোট পর্দার বড় তারকা জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘদিন ধরেই ছুটির মেজাজে রয়েছেন। গত ডিসেম্বর থেকে লাইট, ক্যামেরা ও অ্যাকশন থেকে দূরে এই অভিনেতা। এক টানা শুটিং শেষ করে গেল বছরের ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় এই তারকা। বেশ দীর্ঘ সময় অবসর যাপন করে ৭ মাস পর দেশে ফিরেছেন নাটকের এই ‘বড় ছেলে’।
জুলাই গণঅভ্যুত্থান দিবসের দিন সকালে একটি ফ্লাইটে দেশে ফিরেন অপূর্ব। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।


এর আগে গেল বছরের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমান অপূর্ব। অভিনেতার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা সেখানেই থাকেন। তারও আগে ২০২১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অপূর্ব, ফিরেছিলেন দুই মাস পর।


জানা গেছে, আপাতত কিছুদিন বিশ্রাম নিবেন অপূর্ব। এরপর আবারও ফিরবেন তার সেই চিরচেনা লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে।


এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘লম্বা সময় যুক্তরাষ্ট্র কাটিয়ে দেশে ফিরলাম। কয়েকটি দিন বিশ্রাম নিয়ে ভালো কাজ দিয়ে শুটিংয়ে ফিরব। এই বিরতির সময়টা দর্শকরা যেমন আমাকে মিস করেছেন ঠিক তেমনি আমিও তাদের ভীষণ মিস করেছি। শিগগিরই নতুন কাজ নিয়ে তাদের সঙ্গে দেখা হবে।’ 
শোনা যাচ্ছে, পরিচালক শিহাব শাহীনের আলোচিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তি দিয়ে অপূর্বর ক্যামেরার সামনে ফেরার কথা রয়েছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজটির প্রথম সিজন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেখানে অপূর্বর চরিত্র ‘গোলাম মামুন’ ছিল গল্পের কেন্দ্রে, যে এক জটিল রাজনৈতিক ও পারিবারিক জালে আটকে পড়া এক সাধারণ মানুষের প্রতিচ্ছবি।
‘গোলাম মামুন ২’-এর জন্য এরই মধ্যে প্রি-প্রোডাকশন চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ধারণা করা হচ্ছে, আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম দিকেই সিরিজটির শুটিং শুরু হবে, আর সেখানেই ফিরবেন অপূর্ব।