বর্তমানে নাটক নিয়ে ব্যস্তসময় পার করছেন দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সম্প্রতি প্রচারিত তার অভিনীত বেশকিছু নাটক দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। ব্যস্ততার ফাঁকেই সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে কথা বলেন চিত্রনায়ক শাকিব খান, প্রয়াত নায়ক সালমান শাহ এবং আলোচিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট নিয়ে।
শাকিব খানের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার প্রসঙ্গ টেনে তৌসিফ বলেন, শাকিব খানের বাসায় গিয়ে আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা নিয়ে তৌসিফ জানান, ক্যামেরার সামনে শাকিব খানকে অনেকবার দেখলেও ক্যামেরার বাইরে তার কাছ থেকে এমন পরামর্শ পাওয়া ছিল ভিন্ন অভিজ্ঞতা। শিল্পী হিসেবে শাকিব খানের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলেও মন্তব্য করেন এ অভিনেতা।
প্রয়াত নায়ক সালমান শাহকে ঘিরে প্রশ্ন করা হলে তৌসিফ জানান, সালমান শাহ বেঁচে থাকলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ভিন্ন মাত্রায় পৌঁছাত। তার মতে, সালমান শাহর সময়ে ঢালিউড ও বলিউড অনেক কাছাকাছি ছিল, কিন্তু তিনি চলে যাওয়ার পর ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে পড়ে। এ প্রসঙ্গে তৌসিফ বলেন, সিনেমার মানুষ না হলেও সালমান শাহর অনুপস্থিতি পুরো ইন্ডাস্ট্রির জন্য আজীবনের আফসোস।
এ সময় ব্যাচেলর পয়েন্ট নাটকে তাকে কবে দেখা যাবে, এমন প্রশ্নও আসে। জবাবে তৌসিফ বলেন, নাটকটির সঙ্গে তার আবেগ জড়িয়ে আছে এবং দর্শকরাও চরিত্রটিকে লালন করেন। অনেক ভক্তই অভিযোগ করেন, নতুন সিজন তাকে ছাড়া জমছে না। তবে এ বিষয়ে সিদ্ধান্ত তার হাতে নেই বলে জানান এ অভিনেতা। নেহাল চরিত্রকে দর্শকরা মিস করছেন জানিয়ে তিনি আরও বলেন, কতটুকু সত্য বা মিথ্যা তা বলার অধিকার তার নেই।