দর্শকপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। ভালোলাগা থেকেই অভিনয়ে নাম লেখান তিনি। তার সমসাময়িক অনেকেই কাজহীন থাকলেও নিয়মিত অভিনয় করছেন দীপা। প্রচারের অপেক্ষায় আছে তার অভিনীত ওয়েব ফিল্ম মাহমুদা রিমা পরিচালিত ‘লিটল মিস ক্যাওয়াস’। এতে একটি ব্রোকেন পরিবারের মেয়ের মায়ের চরিত্রে দীপাকে অভিনয় করতে দেখা যাবে। এ ছাড়াও অনন্য প্রতীক চৌধুরী পরিচালিত ‘নয়া নোট’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। এটিও প্রচারের অপেক্ষায়। বড় পর্দায় মুক্তির অপেক্ষায় দীপা অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমাটি।
বেশ কয়েক বছর আগে রুলিন রহমানের পরিচালিনায় ‘মায়ার বাঁধন’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন দীপা খন্দকার। দীর্ঘদিন পর ধারাবাহিকটি আরটিভিতে প্রচার শুরু হয়েছে। কয়েকটি পর্ব এরই মধ্যে প্রচার শেষ হয়েছে।
দীপ্ত প্লেতে মাহমুদুর রহমান পরিচালিত ওয়েব সিরিজ ‘হাইড অ্যান্ড সিক’ নিয়মিত প্রচার হচ্ছে। কেএম সোহাগ রানা পরিচালিত ‘অনুতপ্ত’তে অভিনয় করে দীপা খন্দকার বেশ প্রশংসিত হয়েছেন।
গতকাল থেকে রাজধানীর উত্তরায় মশিউর রহমানের রচনা ও পরিচালনায় ‘মাতৃত্বের স্বাদ’ নাটকে অভিনয় করছেন দীপা। এতে তার সঙ্গে আরও অভিনয় করছেন জয়রাজ, সুকন্যা রহমান প্রমুখ। আগামী মাসের শুরুতে আরও একজন প্রখ্যাত নাট্যনির্মাতার নির্দেশনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
সব কাজের প্রসঙ্গে টেনে দীপা খন্দকার বলেন, ‘যে কাজই করছি, সবগুলো কাজেরই গল্প খুব সুন্দর। হোক সেটা সিনেমা, নাটক, ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ। ওয়েব ফিল্ম লিটল মিস কাওয়াসের গল্পটা এক কথায় দুর্দান্ত। জীবনের প্রতিচ্ছবি বলা যায়। আর অনন্য তো আমাদের চয়নিকা চৌধুরী দিদির ছেলে। তার নির্দেশনায় নয়া নোট-এ ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছি। আমি আমার ক্যারিয়ার একা গড়েছি, আমার জন্য গড়েছি, কেউ গড়ে দেয়নি।
অনন্যর মতো আমাদের আরও অন্য সন্তানদের জন্য যদি আমার ক্যারিয়ার খরচও করতে হয় তবুও আমি তাদের পাশে থাকব, হোক তা নামে মাত্র বা খুব ছোট চরিত্র। তার কাজটায় ভ্যালু অ্যাড করল কিনা সেটাই আমি দেখব। রানার অনুতপ্ত-নাটকটির জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। মায়ার বাঁধন নতুন ধারাবাহিক হলেও প্রচারের শুরু থেকেই ভালো সাড়া পাচ্ছি। আর ঋতুকামিনী এরই মধ্যে দেশের বাইরে লন্ডনে ফিল্ম ফ্যাস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। আশা করছি, দেশে মুক্তি পেলেও তা দর্শকপ্রিয়তা পাবে।’