ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

আমি ভালো আছি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:০১ এএম

ছোট পর্দার চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেতা আরশ খান। অল্প কয়েক বছরের মধ্যে দর্শকদের অনেক নাটক উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। এবার ব্যক্তিজীবনের এক বদঅভ্যাসের কথা ও ক্ষতিকর দিক তুল ধরে ব্যাপক আলোচনায় তিনি।

ধূমপান নিয়ে আরশের করা এক পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। আবার অনেকে বিভ্রান্ত হয়ে পড়েছেন। কেউ কেউ ভাবছেন আরশ খান অসুস্থ। গত দুই দিন ধরে তাকে ঘিরে নানা কথা শোনা যাচ্ছে।

তবে সব জল্পনা দূর করে আরশ রূপালী বাংলাদেশকে জানালেন তিনি সুস্থ। তিনি বলেন,  আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি। যেভাবে আমাকে ঘিরে খবর ছড়িয়েছে বিষয়টা তেমন নয়। আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ।

বর্তমান বেশকিছু একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন আরশ। সম্প্রতি কয়েকটি নতুন নাটকের কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন তিনি।