ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আতঙ্ক থেকে পরিণয়

রঙের মানুষ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১২:০৪ এএম

বিয়ে আমার কাছে একটা আতঙ্কের চেয়ে কম না। বিবাহবিষয়ক যেসব কঠিন অভিজ্ঞতা দিয়ে গিয়েছি, তারপরও সবই বলল জীবন থেমে থাকবে না! সবার চাওয়াতে এ সিদ্ধান্ত নেওয়া। জীবনের নতুন ইনিংসে পা রেখে এভাবেই দৈনিক রূপালী বাংলাদেশকে বললেন দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গত শুক্রবার ঢাকার মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন এই অভিনেত্রী। পাত্রের নাম তানজিম তৈয়ব। গ্রামের বাড়ি রাজশাহী। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। শবনম ফারিয়া বলেন, বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিলÑ আতঙ্কের চেয়ে কিছু কম নয়।

বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে, সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এ পরিণয়। এই অভিনেত্রী বলেন, সিদ্ধান্তটি হঠাৎ হওয়ায় আমার একমাত্র ননদ বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি। হানিমুনে কোথায় যাচ্ছেন জানতে চাইলে ফারিয়া বলেন, বিষয়টা একান্ত ব্যক্তিগত। যে কারণে আগেভাগে জানাতে চাচ্ছি না। গিয়ে তারপর জানাব।