বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:৩৭ এএম

দর্শকদের মন কেড়ে নেবে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:৩৭ এএম

দর্শকদের মন কেড়ে নেবে

দুর্গাপূজা মানেই আকাশজুড়ে আলো, মন্ডপে মন্ডপে ভিড়; গান, আড্ডা আর খাওয়াদাওয়া। সেই উৎসবের আনন্দকে আরও উজ্জ্বল করতে আসছে ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের নতুন নাচের গান ‘সিঙ্গেল লাইফ’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে গানটির অফিসিয়াল টিজার ও পোস্টার, যা দর্শকদের মধ্যে তৈরি করেছে প্রবল কৌতূহল। নীল শাড়িতে একেবারে নতুন লুকে দেখা যাচ্ছে কৌশানিকে—যেখানে তার উপস্থিতি ও স্টাইল সত্যিই নজরকাড়া।

গানটি গেয়েছেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য, সুর দিয়েছেন কুন্তল দে। পরিচালনার দায়িত্বে রয়েছেন কারান আরিয়ান। জানা গেছে, গানটির মধ্যে রয়েছে একেবারে ভিন্ন স্বাদ এবং দক্ষিণী সিনেমার মতোই বড়সড় চমক। সিনেমাটোগ্রাফির দায়িত্বে অনিমেষ ঘরুই। গানটি মুক্তি পাবে ‘সান ভেঞ্চার’-এর ব্যানারে, প্রযোজক সানি খান ও অনুপ সাহার প্রযোজনায়।

এ প্রসঙ্গে কৌশানি বলেন, ‘পূজার সবচেয়ে বড় গান হবে এই ‘সিঙ্গেল লাইফ’। ডান্সের গানে এই বছর এই গান দর্শকদের মন কেড়ে নেবে আমি আশা করছি। পূজা প্যান্ডেলে সবাই উপভোগ করবে এই গান। অনেকটা প্রস্তুতি নিয়ে পুরো টিম এই কাজটা করেছি। গানটার মধ্যে অনেক চমক আছে। ড্যান্সের গান হিসাবে এই গানটা দর্শকদের কাছে আলাদা জায়গা করে নেবে।’

অন্যদিকে, পরিচালক কারান আরিয়ান বলেন, ‘এই গানে অভিনেত্রী কৌশানি মুখার্জির পারফরম্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনবদ্য ড্যান্স রয়েছে পুরো গানের ভিডিওতে, যেটা কৌশানি ছাড়া অন্য কেউ পারতো না। পুরোপুরি পূজার নাচের গানে এই গান মানুষের মন কেড়ে নেবে।’

পূজার মৌসুমে যেমন নতুন জামা-কাপড়, আড্ডা আর খাবার অপরিহার্য, তেমনই এই বছর ‘সিঙ্গেল লাইফ’ হতে চলেছে সেই সংগীত চমক, যা দর্শকদের নাচিয়ে তুলবে প্রতিটি প্যান্ডেলে। কৌশানির ভিন্ন আভায় সাজানো এই গান নিঃসন্দেহে হয়ে উঠতে চলেছে এবারের পূজার সবচেয়ে বড় ডান্স অ্যান্থেম।

রূপালী বাংলাদেশ

Link copied!