৪ অক্টোবর ও ৫ অক্টোবর, বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সুখী তারকা দম্পতি নাইম-শাবনাজের জীবনের বিশেষ একটি দিন। ১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে সিনেমায় তাদের অভিষেক হয়। আর ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। সিনেমায় নাইম-শাবনাজের পথচলায় ৩৪ বছর। আর সংসার জীবনে তাদের পথচলা ৩১ বছর। তাদের রয়েছে দুই কন্যাসন্তান, নামিরা ও মাহাদিয়া। দুই সন্তানকে নিয়েই তাদের সুখের পৃথিবী। বহু বছর ধরে নাইম-শাবনাজ কেউই সিনেমায় অভিনয় করছেন না। আর কোনো দিন অভিনয় করবেন কি না, সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলেননি তারা। যেহেতু আজ তাদের বিবাহবার্ষিকী, তাই দুজনের জন্যই শুভ কামনা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন