রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১২:৫৫ এএম

দোয়া চাইলেন তিন্নি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১২:৫৫ এএম

দোয়া চাইলেন তিন্নি

মডেলিংয়ের মাধ্যমে আলো ঝলমলে শোবিজ দুনিয়ায় পা রেখেছিলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। ২০০৪ সালে তিনি মিস বাংলাদেশ নির্বাচিত হন। পরবর্তীতে তিনি টিভি নাটকে অভিনয় শুরু করে দর্শকমহলে দর্শকপ্রিয়তা পান। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৬৯’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। অসংখ্য দর্শকপ্রিয় নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

একটা সময় মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন তিন্নি। এরপর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন। এখন শোবিজের রঙিন দুনিয়া ছেড়ে তিন্নি হয়ে গেছেন ঘরণী। দীর্ঘ সময় ধরে রয়েছেন অভিনয় থেকে দূরে। তবে মাদক সেবনের মাধ্যমে শরীরে যে ক্ষতি করেছেন তা যেন পূরণ হওয়ার নয়।

গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের অসুস্থতার ইঙ্গিত দিয়ে তিন্নি লিখেছেন, ‘আমি কখনও ডাক্তার দেখাইনি এই ভেবে যে, হয়তো আমার কোনো বড় অসুখ হয়েছে। এবার আমি নিজেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমি অসুস্থ কিনা তা জানতে। ডাক্তার আমাকে অনেকগুলো পরীক্ষা করাতে দিয়েছেন, কারণ তিনি চিন্তিত।’

সরাসরি নিজের অসুস্থতার কথা না বললেও অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন। অভিনেত্রীর কথায়, ‘আমি সবার কাছে দোয়া চাইছি। যেন আমার প্রতিটি পরীক্ষার ফল ইতিবাচক আসে। আমি আমার মেয়েদের সঙ্গে নিয়ে অনেকদিন বাঁচতে চাই। আমি আপনাদের কাছে এতটুকু দোয়া চাইলাম।’

সবশেষে তিন্নি লিখেছেন, “মনবজন্ম বড়ই মধুর, যদি হও মানুষ’– এটা কারও কথা বা কোটস না, এটা আমার কথা। আর আমার দাদুর কথা হলো, ‘মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর’। শুভ হোক মানব জনমের।”

২০১৭ সালে ‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ নাটকে আব্দুন নূর সজলের বিপরীতে অভিনয় করেন তিন্নি। এরপর তাকে আর অভিনয়ে পাওয়া যায়নি। বড় মেয়ে ওয়ারিশাকে নিয়ে চলে যান কানাডায়। শোবিজ ক্যারিয়ারে শাকিব খানের বিপরীতে ‘সে আমার মন কেড়েছে’ সিনেমায় অভিনয় করেছিলেন এই আলোচিত মডেল।এরপর ঢালিউডে তার গ্রহণযোগ্যতাও তৈরি হয়। কিন্তু তিনি ছিটকে গেছেন ব্যক্তিগত জীবনের কারণে।

রূপালী বাংলাদেশ

Link copied!