পথশিশুদের জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘চাইল্ড অব দ্য স্টেশন’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌ খান ও অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। এবার এই সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র ও অভিনেত্রী দীপান্বিতা রায়। এরই মধ্যে এই জুটি শুটিংয়ে অংশ নিয়েছেন।
সিনেমাটিতে যুক্ত হয়ে দীপান্বিতা বলেন, গল্পে দীপা নামের চরিত্রটি একজন ডাক্তার, যিনি অসহায় মানুষের চিকিৎসা সেবায় নিজেকে উৎসর্গ করেছে। সে স্বপ্ন দেখে বস্তির অসহায় মানুষের জীবনে একদিন আলো আসবে। স্টেশনের প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা শিশুদের নিয়ে একটি পুনর্বাসন কেন্দ্র তৈরি করার স্বপ্ন দেখে সে। তার প্রেমিক ডা. আবিক তাকে প্রতিনিয়ত সহযোগিতা করে চলেছে। এগিয়ে যায় গল্প। গতানুগতিক ধারায় বাইরে গিয়ে পরিচালক ভিন্ন আঙ্গিকে এই চলচ্চিত্র নির্মাণ করছেন। আশা করি, এটি ব্যতিক্রমী একটি চলচ্চিত্র হবে।
স্টেশনের প্রতিকূল পরিবেশে জীবন ধারণ করা শিশুদের উপরে আলোকপাত করে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানা গেছে। এর অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন এলিনা শাম্মী, রকি খান, আনজুমান আরা বকুল, শাহেলা আক্তার, মিন্টু সরদার, সঞ্জয় রাজ, ফারগানা মিল্টন ও একঝাঁক শিশুশিল্পী। ময়না আজমেরী’র উপন্যাস অবলম্বনে সানী আলম ও গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন জাফর আল মামুন। একটানা কাজ শেষ করে চলতি বছরই সিনেমাটি মুক্তি দিতে চান পরিচালক।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন