ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

দেশব্যাপী ‘দেবী চৌধুরানী’

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ১২:৪৯ এএম

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পূজায় মুক্তি পেয়েছে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে, শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় সিনেমা দেবী চৌধুরানী’। দর্শকের দরবারে এই সিনেমা বেশ প্রশংসিত হয়েছে। এবার বাংলার গ-ি পেরিয়ে সারা দেশে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

বাংলায় গত ২৬ সেপ্টেম্বর পূজার মৌসুমে বড় পর্দায় মুক্তি পায় ‘দেবী চৌধুরানী’। ভবানী পাঠক চরিত্রে রীতিমতো দর্শকের মন জয় করে নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার দেশব্যাপী আগামীকাল মুক্তি পাবে সিনেমাটি।

এরই মধ্যেই সিনেমার টিমের তরফে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে এই খবর। ক্যাপশনে লেখা, ‘বাংলার মানুষের ভালোবাসা পেয়ে এবার আমাদের জয়যাত্রা পথ সারা ভারতে। জয়ভৈরবী।’

ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও ইতিহাস ভিত্তিক এই সিনেমাতে ডাকাত সম্রাজ্ঞীর ভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ ছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নেল।

উল্লেখ্য, গল্পের প্রেক্ষাপট ১৭৭০ সাল। সন্ন্যাসী বিদ্রোহের নায়ক ভবানী পাঠক অবতারে নজর কাড়লেন ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’। ব্রিটিশ শাসনের নাগপাশে যখন মাতৃভূমির মানুষজনের প্রাণ ওষ্ঠাগত, তখন দেবী চৌধুরানীকে শান দেওয়া তরবারিতে পরিণত করলেন ভবানী। গুরুর আদেশে যোগ্য শিষ্যার মতো চৌধুরানী ঝাঁপিয়ে পড়লেন মাতৃভূমি রক্ষার্থে। সেই কাহিনিই শুভ্রজিৎ মিত্রের ফ্রেমে পর্দায় ফুটে উঠেছে। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খ-, বিহারের নানা জায়গায় ঘুরে সিনেমার শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। এখন অপেক্ষা দেশব্যাপী এই সিনেমা মুক্তির।