ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

আসুন, আমরা দায়িত্ব নিই

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ১২:৫১ এএম

মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন তিনি। ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি তিনি আইনজীবী হিসেবেও কর্মরত আছেন।

সম্প্রতি তিনি একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে বর্তমানে সময়ের ভিউ ব্যবসা ও নৈতিকতাহীন উপস্থাপনার বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। সাক্ষাৎকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন তিনি, যা বেশ ভাইরাল হয়েছে।

ভিডিও ক্লিপটি শেয়ার করে পিয়া জানান, আবর্জনা আপলোড করা কারো কাজ হতে পারে না। তিনি লিখেছেন, ‘যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা, নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধু ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা কারো কাজ হতে পারে না। আর যদি আপনি একজন পাবলিক ফিগার হন, মনে রাখবেন যে, মানুষ আপনাকে অনুসরণ করে, আপনার প্রতিটি কথা ও প্রতিক্রিয়া তাদের প্রভাবিত করে। তাই প্রত্যেকটা বেহুদা প্রশ্নের উত্তর দেওয়া দরকার নেই। ভুল বার্তা ছড়ানো কখনোই দায়িত্বশীলতার পরিচয় নয়।’

একটি নৈতিক ও সুন্দর অনুষ্ঠান উপহারে দেওয়ার পেছনে উপস্থাপকদেরও দায়িত্ব রয়েছে জানিয়ে পিয়া বলেন, ‘আর প্রেজেন্টারদের বলব, এটা আপনার ৮০% দায়িত্ব যে আপনি কী প্রশ্ন করছেন। প্রডিউসার বা অন্য কেউ বললেও, আপনারই সচেতন থাকা উচিত। কারণ পরবর্তীতে মানুষ মনে রাখে না কে আপনাকে প্রশ্ন করতে বলেছিল, তারা মনে রাখে আপনি প্রশ্ন করেছিলেন।’

সবশেষে পিয়া লিখেছেন, ‘তাই আসুন, আমরা সবাই একটু দায়িত্ব নিই, যা তৈরি করছি, তা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, দূষণ নয়।’