দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আজ দেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে সিনেমাটি মুক্তি পাচ্ছে। সাদেক সিদ্দিকীর পরিচালিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় জুটি চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি।
সিনেমাটি নিয়ে পরিচালক সাদেক সিদ্দিকী দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবে না।’
পপি বলেন, ‘অনেক দিন পর আমার সিনেমা মুক্তি পাচ্ছে। যদিও সিনেমাটি অনেক আগের তবুও দর্শকদের অনুরোধ করব হলে গিয়ে দেখার। অ্যাকশন ঘরানার সিনেমাটি দর্শকদের নিরাশ করবে না বলে আশ্বস্ত করছি।’
নির্বাহী প্রযোজক সেলিম শাকিব জানান, এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি। ঈদ পরবর্তী সময়ে সর্বাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, চিত্রনায়িকা শিরিন শিলা, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরাজী, সাগর সিদ্দিকী প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।
সর্বশেষ আমিন খানকে ২০১৮ সালে ‘অবতার’ সিনেমায় দেখা যায়। এরপর আর তাকে নতুন সিনেমায় পাওয়া যায়নি। তবে মাঝে মধ্যে বিজ্ঞাপনচিত্রে দেখা মিলে। অন্যদিকে, ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপি অভিনীত ‘দি ডিরেক্টর’ সিনেমাটি। এরপর আর তার কোনো সিনেমা মুক্তি পায়নি। বর্তমানে স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত আছেন। চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন